Chargesheet: ফের ভাগাড় আতঙ্ক
Last Updated:
#দেগঙ্গা: কোন হেলদোল নেই ভাগাড়ের কারবারিদের। সরকারি রক্তচক্ষুকে থোড়াই কেয়ার। এপ্রিলের এত হইচইয়ের পরও মাত্র আট মাসের মধ্যে ফের আতঙ্ক ভাগাড়ের মরা পশুর পচা মাংসের। এবার জুড়ল তিন জেলার নাম। উধাও কারবারি টিটাগড়ে বাসিন্দা ইকবাল আনসারি।
ক’দিন আগেই গোটা রাজ্য তোলপাড় হয়েছিল ভাগাড়ের মাংস নিয়ে। সিয়াইডি গ্রেফতার করেছিল অপরাধীদের। চার্জশিট দিতে না পারায় জামিনও পেয়ে যায় অপরাধীরা। মাস আটেকের মধ্যে ফের ভাগাড়ের মাংসের হদিশ। আরও বড় কারখানা। আরও বড় গোডাউন।
এবারের ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা। ২৬ নভেম্বর, সোমবার সন্ধ্যা। দেগঙ্গার ক্ষুদ্রমণ্ডলগাঁথিতে মৃত পশুর মাংস পাচারের সময় একটি ম্যাটাডোর ভ্যান আটক করেন গ্রামবাসীরা। হাতেনাতে একজনকে ধরেও ফেলা হয়।
advertisement
Location :
First Published :
December 03, 2018 2:44 PM IST