বিউটি পার্লারের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র, পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার ১৮
Last Updated:
ফের মধুচক্রের হদিশ মিলল কলকাতায় ৷ রবিবার পার্ক স্ট্রিট থেকে ১৮জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের মধ্যে ৯জন দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে ৷
#কলকাতা: ফের মধুচক্রের হদিশ মিলল কলকাতায় ৷ রবিবার পার্ক স্ট্রিট থেকে ১৮জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের মধ্যে ৯জন দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে ৷
গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার বেনিয়াপুকুর থানার পুলিশ আচমকা হানা দেয় ৮২ পার্ক স্ট্রিট বিল্ডিংয়ের চারতলায় ৷ বিউটি পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে হাতানাতে গ্রেফতার করে ১৮ জনকে ৷
advertisement
কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) নিষাদ পারভেজ একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছে, যখন তারা হানা দেয় তখন সবে আসর বসেছে ৷ ৯ জন যৌনকর্মী, ৩ জন খদ্দের, দালাল-সহ মোট ১৮ জন ধরা পড়েছে। পার্লারের ম্যানেজরকেও গ্রেফতার করা হয়েছে ৷
advertisement
Location :
First Published :
July 02, 2018 12:48 PM IST