এসসি/এসটি আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ মোদি সরকার
Last Updated:
তফসিলি জাতি এবং উপজাতি আইনের অপব্যবহার করে তাৎক্ষণিক গ্রেফতারি রুখতে কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট ৷ এই নয়া পদক্ষেপের বিরোধিতা করতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র ৷
নয়াদিল্লি: তফসিলি জাতি এবং উপজাতি আইনের অপব্যবহার করে তাৎক্ষণিক গ্রেফতারি রুখতে কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট ৷ এই নয়া পদক্ষেপের বিরোধিতা করতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র ৷ সোমবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে একটি পর্যবেক্ষক পিটিশন দাখিল করেছে এই নয়া পদক্ষেপের বিরোধিতা করে ৷
তফসিলি জাতি এবং উপজাতির তাৎক্ষণিক গ্রেফতারির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র ৷ সুপ্রিম কোর্টের এই নয়া নিয়মের বিরুদ্ধেই পিটিশন ফাইল দাখিল করেছে কেন্দ্র ৷ কেন্দ্রের এই বিরোধিতাকে সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক দলও ৷ যার জেরেই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আজ ভারতজুড়ে বনধ ডেকেছে দলিত সংগঠনগুলি ৷
সূত্রের খবর, কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানান হয়েছে এই আইনের পরিবর্তনের দরকার ৷ নয়তো সাধারণ মানুষের মধ্যে এসসি/ এসটি আইনের প্রতি কোনও ভয় কাজ করবে না ৷ যার জেরে দেশ জুড়ে বিশৃঙ্খলা বাড়বে ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যে পিটিশন দাখিল করা হয়েছে, তা আইনমন্ত্রক এবং সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের সঙ্গে আলোচনার পরই স্থির হয়েছে ৷
view commentsLocation :
First Published :
April 02, 2018 1:03 PM IST