এসসি/এসটি আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ মোদি সরকার

Last Updated:

তফসিলি জাতি এবং উপজাতি আইনের অপব্যবহার করে তাৎক্ষণিক গ্রেফতারি রুখতে কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট ৷ এই নয়া পদক্ষেপের বিরোধিতা করতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র ৷

নয়াদিল্লি: তফসিলি জাতি এবং উপজাতি আইনের অপব্যবহার করে তাৎক্ষণিক গ্রেফতারি রুখতে কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট ৷ এই নয়া পদক্ষেপের বিরোধিতা করতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র ৷ সোমবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে একটি পর্যবেক্ষক পিটিশন দাখিল করেছে এই নয়া পদক্ষেপের বিরোধিতা করে ৷
তফসিলি জাতি এবং উপজাতির তাৎক্ষণিক গ্রেফতারির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র ৷ সুপ্রিম কোর্টের এই নয়া নিয়মের বিরুদ্ধেই পিটিশন ফাইল দাখিল করেছে কেন্দ্র ৷ কেন্দ্রের এই বিরোধিতাকে সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক দলও ৷ যার জেরেই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আজ ভারতজুড়ে বনধ ডেকেছে দলিত সংগঠনগুলি ৷
সূত্রের খবর, কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানান হয়েছে এই আইনের পরিবর্তনের দরকার ৷ নয়তো সাধারণ মানুষের মধ্যে এসসি/ এসটি আইনের প্রতি কোনও ভয় কাজ করবে না ৷ যার জেরে দেশ জুড়ে বিশৃঙ্খলা বাড়বে ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যে পিটিশন দাখিল করা হয়েছে, তা আইনমন্ত্রক এবং সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের সঙ্গে আলোচনার পরই স্থির হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এসসি/এসটি আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ মোদি সরকার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement