টিজারের পর এবার পোস্টারে ‘সঞ্জু’, রণবীরকে দেখে হইচই বলিউডে

Last Updated:

একেই বলে ভোলবদল ! রণবীর থেকে একেবারে সঞ্জু ৷ চোখের চাউনি থেকে কথা বলার ঢঙ, হাঁটা চলা থেকে অ্যাকশন ৷ ছবির জন্য বলিউডের চকোলেট হিরো, হয়ে উঠলেন পেশিবহুল হিরো !

#মুম্বই: একেই বলে ভোলবদল ! রণবীর থেকে একেবারে সঞ্জু ৷ চোখের চাউনি থেকে কথা বলার ঢঙ, হাঁটা চলা থেকে অ্যাকশন ৷ ছবির জন্য বলিউডের চকোলেট হিরো, হয়ে উঠলেন পেশিবহুল হিরো !
গপ্পোটা হল, রাজকুমার হিরানি-র নতুন ছবি ‘সঞ্জু’ নিয়েই ৷ হিরানির সঞ্জয় দত্ত বায়োপিক নিয়ে প্রথম থেকেই কৌতুহল ছিল গোটা বলিউডে ৷ শ্যুটিংয়ের সময় একের পর ছবি প্রকাশ্যে আসার সময় থেকেই এই ছবিতে রণবীরের লুক নিয়ে শোরগোল পরে গিয়েছিল ৷ তবে সেই সব শোরগোলকে একেবারে পিছনে ফেলে দিয়েছে এই ছবির টিজার ৷ টিজারে সঞ্জয় দত্তের লুকে রণবীরকে দেখে হতবাক গোটা দুনিয়া ৷ কীভাবে এতটা মিল হতে পারে, তা নিয়ে নানা তর্ক সিনেদুনিয়ায় ৷
advertisement
এবার প্রকাশ্যে এল ‘সঞ্জু’-এর পোস্টার ৷ এই পোস্টার যেন উসকে দিল সেই শোরগোলকেই ৷ এক মুখ দাড়ি, কপালে লম্বা টিপ ৷ চোখের চাউনি ৷ সব যেন অবিকল সঞ্জয় দত্ত ৷
advertisement
Capture
কোনটা আসল, কোনটা নকল ৷ দেখলে বোঝা দায় ৷ নিজেকে ভেঙেচুড়ে যে একেবারেই অন্যের মতো করা যায়, তা দেখিয়ে দিলেন রণবীর কাপুর ৷ হাঁটা, চলা, কথা-বলা ৷ যেভাবে তাকাচ্ছেন, সেটা যেন সঞ্জুবাবা ৷ যেভাবে অঙ্গভঙ্গি করছেন একেবারেই সঞ্জুবাবা ৷ টিজার দেখে হতবাক গোটা বলিউড ৷ সবার মুখে একটাই কথা, ইনি রণবীর কাপুর নাকি, সঞ্জয় দত্ত !
advertisement
প্রকাশ্যে এল পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবি ‘সঞ্জু’র টিজার ৷ সঞ্জয় দত্তের এই বায়োপিক নিয়ে বহুদিন থেকেই অধীর আগ্রহ ছিল গোটা বলিউডে ৷ অল্প অল্প শুধুই সঞ্জয় হিসেবে রণবীরের লুক সামনে এলেও, ছবিটা ঠিক কী ধরণের হবে, তা নিয়ে গুঞ্জন ছিলই মায়ানগরীতে ৷ তবে টিজার প্রকাশ্যে হওয়ার পর সেই উৎসাহে পড়ল পারদ ৷ ছবিতে সঞ্জয় দত্ত হিসেবে রণবীরে আদব-কায়দা দেখে হতবাক প্রায় সবাই ৷
advertisement
সঞ্জু’ ছবি নিয়ে শুরুতে যখন আলোচনা চলছিল হিরানি ও সঞ্জয় দত্তের মধ্যে ৷ তখনই বলিউড গুঞ্জনে এসেছিল, এক পার্টিতে রণবীরকে সামনে পেয়ে নাকি সঞ্জয় দত্ত স্পষ্ট বলেছিলেন, তুমি আমার চরিত্রে অভিনয় করতে পারবেই না ৷ তুমি তো চকোলেটি হিরো, সঞ্জয় মানে হাতে বন্দুক, ভরপুর অ্যাকশন ৷ কী পারবে তো?সেই চ্যালেঞ্জটাকেই পকেটে পুরে ছিলেন রণবীর ৷ আর তার প্রতিফলন দেখা গেল সঞ্জু-র ট্রেলারেই !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টিজারের পর এবার পোস্টারে ‘সঞ্জু’, রণবীরকে দেখে হইচই বলিউডে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement