সাগর ঘোষ হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড
Last Updated:
বারভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যা মামলায় দুই অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত ৷ গতকালই সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে খুন ও অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করেছিল আদালত ৷
#সিউড়ি: বারভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যা মামলায় দুই অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত ৷ গতকালই সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে খুন ও অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করেছিল আদালত ৷ ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাদের ৷ অনাদায়ে আরও ১ বছরের জেল খাটতে হবে দুই অপরাধীকে ৷ উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে অভিযুক্ত ছয় জনকে গতকালই বেকসুর খালাস করেছে আদালত ৷
বীরভূমের পাড়ুইয়ে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হয়েছিলেন বাঁধ নবগ্রামের বাসিন্দা সাগর ঘোষ। ওই পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তাঁর ছেলে হৃদয় ঘোষ ৷ ২১ জুলাই বাড়িতে হামলা হয় ৷ গুলিবিদ্ধ হয়ে মারা যান সাগর ঘোষ ৷ হাইকোর্টের নির্দেশে এই মামলার দায়িত্ব নেয় সিট ৷
advertisement
Location :
First Published :
April 27, 2018 8:37 AM IST