প্রয়াত প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়
Last Updated:
সকাল ৮:১৫ নাগাদ জীবনাবসান হয় এই প্রবীণ রাজনীতিবিদের ৷
#কলকাতা: প্রয়াত সোমনাথ চট্টোপাধ্য়ায় ৷ দীর্ঘ রোগভোগের পর সোমবার সকালে ৮:১৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল ৮৯ বছর ৷ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি ৷ এদিন সকালে মিন্টোপার্কের এক বেসরকারি নার্সিংহোমে জীবনাবসান হয় একসময়ের এই দাপুটে বাম নেতার ৷ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে রাজনীতি মহলে শোকের ছায়া ৷
আরও পড়ুন
advertisement
গত কয়েকদিন ধরেই কিডনির সমস্যা ও প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে ৷ শনিবারই ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে ৷ গত ২৪ ঘণ্টায় ক্রমাগত শারিরীক অবস্থার অবনতি হতে থাকে তাঁর ৷ আশঙ্কাজনক হারে রক্তে কমতে থাকে অক্সিজেনের পরিমাণ ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, শ্বাসকষ্ট ও ডায়ালিসিসের ধকল আর নিতে পারছিল সোমনাথ চট্টোপাধ্যায়ের শরীর ৷ হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে আরও একবার হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ ৮:১৫ নাগাদ জীবনাবসান হয় এই প্রবীণ রাজনীতিবিদের ৷
advertisement
১৯৬৮ সালে সিপিএমে যোগ দেন তিনি ৷ ১৯৭১ সালে প্রথমবার লোকসভার সাংসদ হন ৷ সিপিআইএমের হয়ে ১০ বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি ৷
২০০৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ দলের নির্দেশ সত্ত্বেও স্পিকার পদ না ছাড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বছরের ২৩ জুলাই তাঁকে দল থেকে বহিষ্কার করে সিপিআইএম। মনে প্রাণে বাম রাজনীতিতে বিশ্বাসী সোমনাথবাবুর জন্য সেই দিনটি ছিল- ‘স্যাডেস্ট ডে অব মাই লাইফ’।
advertisement
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে শোক জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
view commentsLocation :
First Published :
August 13, 2018 9:06 AM IST