আজই শবরীমালা মন্দিরের দরজা বন্ধ হচ্ছে দর্শনার্থীদের জন্য

Last Updated:
#তিরুঅনন্তপুরম: সোমবার রাত ১০ টায় বন্ধ হয়ে যাচ্ছে শবরীমালা মন্দিরের দরজা ৷ সুপ্রিম কোর্টের রায়ের পরেও সব বয়সের মহিলারা অবাধে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছেন না ৷ মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার ৷ যার সাহস দেখিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে চেষ্টা করেন ৷ তারাও বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে মন্দিরের দরজা থেকে ফিরে গিয়েছেন ৷
রবিবার রাতে ৪৭ বছর বয়সের এক মহিলা মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করতেই বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনি ৷ ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ তাই পাঁচদিন ধরে টানা চরম উত্তেজনার শেষে সোমবার বন্ধ হচ্ছে শবরীমালা মন্দিরের দরজা ৷
advertisement
advertisement
বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হতে পারেন সাংবাদিকেরাও ৷ সেই কারণে জরুরিকালীন ভিত্তিতে মন্দির চত্বর থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দিল পুলিশ ৷ এককথায় শবরীমালার পরিস্থিতি এখন ভয়াবহ ৷ মন্দিরের ভিতরেই বিক্ষোভকারীরা ক্যাম্পেন করছেন ৷ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশে বাধা দিতে তারা একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছেন ৷ যেকোনও মুহূর্তে নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন তারা ৷ সেই আশঙ্কাতেই আপাতত মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ ৷
advertisement
পাহাড়ঘেরা কেরলের এই বিখ্যাত মন্দিরে দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ৫৩ বছর ধরে চালু এই প্রথাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। সব মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্ব গঠিত হয় সাংবিধানিক বেঞ্চ। পাঁচ সদস্যের বেঞ্চ আট দিন ধরে শুনানির পর শুক্রবার ঐতিহাসিক রায় দেয় ।
বাংলা খবর/ খবর/দেশ/
আজই শবরীমালা মন্দিরের দরজা বন্ধ হচ্ছে দর্শনার্থীদের জন্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement