ক্ষয়ে যাচ্ছে জ্যোতির্লিঙ্গ, RO-জল বাধ্যতামূলক হল মন্দিরে

Last Updated:

অতিরিক্ত স্নানে ক্ষতি হচ্ছে শতাব্দীপ্রাচীন মন্দিরের দেবতার ৷ এই কারণেই শিবলিঙ্গের মাথায় দেওয়ার জন্য পরিশ্রুত RO(রিভার্স ওসমোসিস) জল বাধ্যতামূলক হল মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ৷

#নয়াদিল্লি: অতিরিক্ত স্নানে ক্ষতি হচ্ছে শতাব্দীপ্রাচীন মন্দিরের দেবতার ৷ এই কারণেই শিবলিঙ্গের মাথায় দেওয়ার জন্য পরিশ্রুত RO(রিভার্স ওসমোসিস) জল বাধ্যতামূলক হল মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ৷
উজ্জয়নীর ওই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হয় ৷ শিবলিঙ্গকে জলাভিষেক, ভাং শিঙ্গার এবং পঞ্চমৃত পদ্ধতিতে পুজো দেওয়ার রীতি এই মন্দিরে ৷ জলাভিষেকে ব্যবহার করা হয় জল, ভাং শিঙ্গারে থাকে ভাং এবং পঞ্চমৃত পদ্ধতিতে থাকে দুধ, দই, মধু, চিনি এবং ঘি ৷ মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, বিপুল পরিমাণে এই উপাদানগুলি ব্যবহারের ফলে ক্ষয়ে ছোট হয়ে যাচ্ছিল পাথরটি ৷ সে কারণেই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
advertisement
advertisement
শীর্ষ আদালতের নির্দেশ মতো মন্দির চত্বরে বসানো হয়েছে পরিশ্রুত RO-জলের কল ৷ জলের মাপও ঠিক করে দেওয়া হয়েছে ৷ প্রত্যেক ভক্ত ৫০০ মিলি লিটার জল ঢালতে পারবেন ৷ আগে সাধারণ কলের জলই জলাভিষেকের জন্য ব্যবহার করা হত ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ক্ষয়ে যাচ্ছে জ্যোতির্লিঙ্গ, RO-জল বাধ্যতামূলক হল মন্দিরে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement