প্রেমে প্রত্যাখান ! গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক, ঘটনায় চাঞ্চল্য এলাকায়
Last Updated:
প্রেমে প্রত্যাঘাত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। বাগনান থানা এলাকার কাজি ভুঁয়েরার ঘটনা।
#বাগনান: প্রেমে প্রত্যাঘাত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। বাগনান থানা এলাকার কাজি ভুঁয়েরার ঘটনা। জানা গিয়েছে পেশায় ঢালাই কারখানার কর্মী নব সামন্ত (২১) হাওড়ার দাশনগরের একটি কারখানায় কাজ করতেন তিনি । বেশ কয়েক মাস আগে এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ।
নব সামন্তের পরিবারের দাবি আগে মেয়েটি বিয়েতে রাজি থাকলেও সম্প্রতি নব-র থেকে দূরত্ব বাড়াচ্ছিল। নব বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করে ওই তরুণী। বারবার বোঝানো সত্ত্বেও কোনভাবেই নবকে বিয়ে করতে রাজি হয়নি সেই তরুণী, তার জেরেই গতকাল রাতে ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি ৷
আত্মহত্যার খবর বাগনান থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা মর্গে পাঠানো হয়েছে । পরিবারের দাবি ওই তরুণী বিয়ে করতে রাজি না হওয়ার কারণেই আত্মঘাতী হয়েছে তাঁদের বাড়ির ছেলে ৷ এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ৷
advertisement
advertisement
view comments
Location :
First Published :
July 27, 2018 3:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমে প্রত্যাখান ! গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক, ঘটনায় চাঞ্চল্য এলাকায়