মেয়রের বাড়ির সামনে বেআইনি জমায়েত, গ্রেফতার রত্না চট্টোপাধ্যায়
Last Updated:
মেয়রের অভিযোগের ভিত্তিতে আটক স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। মেয়রের বাড়ির সামনে রাতভর বেআইনি জমায়েতের অভিযোগে আটক মেয়র পত্নী।
#কলকাতা: মেয়রের অভিযোগের ভিত্তিতে আটক স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। মেয়রের বাড়ির সামনে রাতভর বেআইনি জমায়েতের অভিযোগে আটক মেয়র পত্নী।
স্ত্রীর বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে অবস্থানে বসার অভিযোগ মেয়রের। থানায় অভিযোগ দায়ের করছেন মেয়র। মেয়রের দাবি, ভিসাতে সই করতে আপত্তি নেই তাঁর। কিন্তু ভিসায় ভুল ঠিকানা থাকায় সই করেননি তিনি।
advertisement
advertisement
সম্পর্কে তিক্ততা। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। এরই মধ্যে মেয়ের ভিসা সংক্রান্ত নথিতে সই না করার অভিযোগ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদে, গোলপার্কে মেয়রের আবাসনের সামনে ফুটপাথে গতকাল রাত থেকে মেয়েকে নিয়ে ধরনায় রত্না চট্টোপাধ্যায়।
তিনি জানান, স্কুলে একটি প্রজেক্ট জমা দিয়েছিল মেয়ে। তাই স্কুল থেকে জার্মানিতে যাওয়ার সুযোগ এসেছে। কিন্তু, নানা অজুহাতে ভিসার সংক্রান্ত নথিতে সই করছেন না শোভন চট্টোপাধ্যায়। দু'বার দেখা করতে চেয়েও বাবা দেখা করেননি। জানিয়েছে শোভন চট্টোপাধ্যায়ের মেয়ে।
advertisement
রাতে বারবার রত্না চট্টোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। কিন্তু নিজের অবস্থানেই অনড় মেয়র পত্নী। এদিকে, বেশ কয়েকবার রত্নার দাবি নিয়ে মেয়রের কাছে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু, খালি হাতেই ফিরে আসতে হয় তাঁদের । সকালে থানায় নিয়ে যাওয়া হয় রত্নাকে। এদিকে, রবীন্দ্র সরোবর থানার সামনে বিক্ষোভ দেখান মেয়র অনুগামীরা।
view commentsLocation :
First Published :
May 25, 2018 11:38 AM IST

