জীবনের সবচেয়ে বড় খবরটা জানিয়ে দিলেন রণবীর ! ইনস্টাগ্রামে চোখ রাখুন

Last Updated:

একশোরও বেশি লোক ৷ কেউ খালি গায়ে বসে, তো কেউ ধুতি সামলে নাচ প্র্যাকটিস করে যাচ্ছেন ৷

#মুম্বই: একশোরও বেশি লোক ৷ কেউ খালি গায়ে বসে, তো কেউ ধুতি সামলে নাচ প্র্যাকটিস করে যাচ্ছেন ৷ সবাই ব্যস্ত, ঢোল বাজছে, কাসর বাজছে, চারিদিকে হইহই রব ৷ ঠিক এই সময়ই ক্যামেরার সামনে এসে হাজির রণবীর সিং ! আর আসতেই বোমা ফাটালেন তিনি ৷ সোজা জানালেন, আজকে জীবনের সবচেয়ে বড় খবরটা দেব !
এমনিতেই বলিউড গুঞ্জনে রয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন দীপিকা ও রণবীর ৷ গুজবে রয়েছে দুই পরিবার নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রণবীর ও দীপিকার বিয়ের তোড়জোর ৷ তবে এই নিয়ে দীপিকা ও রণবীরের তরফ থেকে কোনও ধরণের মন্তব্য পাওয়া যায়নি ৷ তাই ইনস্টাগ্রামে রণবীরের এই কথা শুনে অনেকেই মনে করেছিলেন, রণবীর হয়তো দীপিকার সঙ্গে বিয়ে নিয়ে কিছু একটা ইঙ্গিত দিতে চলেছেন ৷ তবে আপাতত, সেই ভাবনায় জল !
advertisement
রণবীর জানালেন, ‘সিম্বা’ ছবিতে একটি গানের শ্যুটিংয়ে কথা ৷ এই গানটি রণবীরের জীবনে সবচেয়ে বড় গান হতে চলেছে বলে রণবীর দাবি করেছেন ৷ অবশ্য এই ভিডিওতে রণবীরের সঙ্গে ছিলেন রোহিত শেট্টি ও গণেশ আচার্য ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
জীবনের সবচেয়ে বড় খবরটা জানিয়ে দিলেন রণবীর ! ইনস্টাগ্রামে চোখ রাখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement