Ranji Trophy 2018-19: অভিমন্যু অপরাজিত ১৮৩, দিল্লিকে ৭ উইকেটে হারাল বাংলা

Last Updated:
দিল্লি: ২৪০ ও ৩০১, বাংলা: ২২০ ও ৩২৩/৩
৭ উইকেটে জয়ী বাংলা
#কলকাতা: লক্ষ্য ছিল ৩২২ রানের। কাজটা একেবারে সহজ ছিল না। কিন্তু কঠিন কাজটাই ইডেনে বুধবার সহজ করে দিলেন অভিমন্যু ঈশ্বরণ ৷ অনুষ্টুপ মজুমদারের সঙ্গে জুটিতে ৭ উইকেটে দিল্লিকে হারাল বাংলা ৷ ১৮৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন অভিমন্যু ৷ 
advertisement
advertisement
রঞ্জিতে এটাই সর্বোচ্চ রান তাড়া করার নজির বাংলার ৷ দিল্লিকে হারিয়ে ৬ পয়েন্ট পেল বাংলা ৷ প্রথম ইনিংসে দু’দলের ব্যাটসম্যানরাই বিশেষ সুবিধা করতে পারেননি। ইডেন এদিন অবশ্য মুগ্ধ অভিমন্যুর ব্যাটে ৷ দিনের শুরু থেকেই দিল্লির বোলারদের ওপর কর্তৃত্ব করে গেলেন বাংলার ব্যাটসম্যানরা। অনুষ্টুপ মজুমদার নট আউট থাকেন ৬৯ রানে ৷ 
advertisement
শুরু থেকেই রান রেট বাড়িয়ে রাখতে শুরু করেন ঈশ্বরণ-রামন। ওপেনিংয়ে ওঠে ১২১ রান। তারপর হঠা‍ৎই ধস। ১৬ রানে পড়ল ৩ উইকেট। হাফ সেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফেরেন রামন। পরপর ফিরলেন মনোজ, সুদীপও। উইকেট পড়লেও রানরেট একই রেখেছিলেন ব্যাটসম্যানরা। দুর্বল দিল্লির বিরুদ্ধে চান্সলেস ব্যাটিং। ঈশ্বরণ-অনুষ্টুপের পার্টনারশিপে ওঠে ১৮৬ রান। অভিজ্ঞ অনুষ্টুপ অপরাজিত ৬৯। ৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখন নকআউটের আশায় বাংলা।
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy 2018-19: অভিমন্যু অপরাজিত ১৮৩, দিল্লিকে ৭ উইকেটে হারাল বাংলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement