মলত্যাগ করতে চাই, কমোডে বসে বললেন রাখি সওয়ান্ত, দেখুন ভিডিও

Last Updated:
#মুম্বই: তিনি রাখি সাওয়ান্ত ৷ তার নামের সঙ্গেই যেন জড়িয়ে থাকে বিতর্ক শব্দটা ৷ বিতর্ক আর রাখিকে অনেক চেষ্টা করেও আলাদা করা যাবে না, এটুকু নিশ্চিত ৷ তিনি ড্রামা ক্যুইন ৷ মুখ খুললেই একাধিক বিতর্কের ঝড় আছড়ে পড়বেই ৷ এবার অবশ্য নিজের বাকি সমস্ত বিতর্ককেও ছাড়িয়ে গেলেন রাখি ৷ কারণ এবার তিনি যে কাণ্ডটি করেছেন তা দেখলে সকলেরই চোখ কপালে উঠবে ৷ সম্প্রতি কমোডে বসে মলত্যাগের চেষ্টা করতে করতে ভিডিও করেছেন রাখি ৷ শুধু তাই নয় ভিডিওটি শেয়ারও করেছেন স্যোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে রাখি বলছেন, ‘‘আমার পটি হচ্ছে না ৷ পেট থেকে পটি বেরচ্ছে না ৷’’ পাশাপাশি জনপ্রিয় বক্সার মাইকি টাইসনকেও প্রেম নিবেদন করেছেন তিনি ৷ রাখি বলছেন, মাইকি এলেই একমাত্র তাঁর পটি হবে ৷ সে জন্য মাইকিকে তাড়াতাড়ি আসার অনুরোধও জানিয়েছেন তিনি ৷ এই তো কিছুদিন আগেই নিজের স্তনযুগল দান করার কথা বলেছিলেন তিনি ৷ বলেছিলেন, ঐশ্বর্য রাই বচ্চনকে তাঁর খুব ভাল লাগে ৷ ঐশ্বর্য চোখ দান করেছেন ৷ তাই নিজের স্তন যুগল দান করতে চান তিনি ৷ তবে নিন্দুকরা বলছেন, এ সবই আসলে রাখির প্রচারের আলোর থাকার একান্ত চেষ্টা ছাড়া আর কিছুই নয় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মলত্যাগ করতে চাই, কমোডে বসে বললেন রাখি সওয়ান্ত, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement