৭০তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিরল দৃশ্য, দর্শকাসনে রাহুল-গড়করি পাশাপাশি

Last Updated:

রাহুলের ডান দিকে বেশ কয়েকটি আসন বাদ দিয়ে বসেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ

#নয়াদিল্লি: গোটা দেশজুড়েই মহা সমারোহে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস । সকাল থেকেই কুচকাওয়াজ ও পতাকা উত্তোলনের ছবি দেখেছেন সকলেই । তবে এরই মধ্যে ক্যামেরায় ধরা পড়ল এক বিরল দৃশ্য ।
গত বছরে প্রজাতন্ত্র দিবসে বসার আয়োজন নিয়েই সমস্যায় পড়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । তবে সেসব এখন অতীত । নয়াদিল্লিতে ৭০তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথম সারির দর্শকাসনে পাশাপাশি বসে থাকতে দেখা গেল রাহুল ও গড়করিকে ।
গত বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সময় রাহুলকে ষষ্ঠ সারিতে বসতে বলা হয়েছিল । বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদও করা হয়েছিল তবে এই বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দেননি রাহুল । তবে এবারের অনুষ্ঠানে রাহুল প্রথম সারিতে বসলেও কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ অবশ্য ছিলেন দ্বিতীয় সারিতে ।
advertisement
advertisement
তবে প্রথম সারিতে শুধুমাত্র গড়করি নয়, রাহুলের ডান দিকে বেশ কয়েকটি আসন বাদ দিয়ে বসেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ ।
সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন গড়করি । কর্মসংস্থান বা তিন রাজ্যে বিজেপির পরাজয় নিয়েও সরব হয়েছিলেন গড়করি যদিও পরে তাঁর বক্তব্যকে বিকৃত করার অভিযোগ জানিয়েছিলেন তিনি । ফলে রাহুল ও গড়করির এই মেলবন্ধন যে নজর কাড়বে তা বলাই বাহুল্য ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৭০তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিরল দৃশ্য, দর্শকাসনে রাহুল-গড়করি পাশাপাশি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement