Ganesh Chaturthi 2023: পুরুলিয়ার এই গণেশ পুজো টেক্কা দিতে পারে মুম্বইকে, রইল ভিডিও!

Last Updated:

Ganesh Chaturthi 2023: লক্ষাধিক টাকা ব্যয় করে পারবেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো , না দেখলে মিস করবেন!

+
পুরুলিয়ার

পুরুলিয়ার এই গণেশ পুজো টেক্কা দিতে পারে মুম্বাইয়ের পূজকে , রইল ভিডিও!

পুরুলিয়া : মহা-সমারোহে পালিত হচ্ছে গণেশ পুজো। প্রান্তিক জেলা পুরুলিয়ার এই গণেশ পুজো টেক্কা দিতে পারে মুম্বইয়ের গণেশ পুজোকেও এমনটাই মনে করছেন স্থানীয় মানুষজন। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে পুরুলিয়ার নিতুরিয়ার পারবেলিয়ার গণেশ পূজার মণ্ডপ। এই মণ্ডপ নজর কেড়েছে পুরুলিয়া জেলা তথা রাজ্যবাসীর।
নিতুরিয়ার পারবেলিয়ার এই গণেশ পুজোর উদ্বোধন করছেন বিশিষ্ট ভোজপুরি সংগীত শিল্পী নেহা সিং রাঠোর। এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক অবিনাশ ভীম রাও যোধাবর , পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত সহ অন্যান্যরা। অন্যান্য বছরের ন্যায় এই বছরও এই পুজোয় বিশেষ আকর্ষণ রয়েছে।
advertisement
advertisement
পুজো কমিটির পক্ষথেকে শান্তি ভূষণ প্রসাদ যাদব জানান, ‘‘একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর গণেশ পুজো হচ্ছে৷  ‌ রজতজয়ন্তী বর্ষে মানুষ যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের ভীষণই ভাল লাগছে। এ বছর এই পুজোর বাজেট রয়েছে আনুমানিক ৩০ লক্ষ টাকা। আগামী বছর মানুষ চাইলে এর চেয়েও আরও বড় কিছু দেখতে পারবে। আমরা সবাইকে নিয়ে এইভাবেই এগিয়ে যেতে চাই। ‌’’
advertisement
এ বিষয়ে বিশিষ্ট ভোজপুরি সঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর বলেন , ‘‘ভগবান গণেশ সবাইকে ভাল রাখুক এইটুকুই চাই। আমার ভীষণ ভাল লাগছে এখানে এসে‌।’’
বরাবরই পুরুলিয়ার নিতুরিয়ার পারবেলিয়ার গণেশ পুজোয় কিছু না কিছু চমক থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ‌ শুধু পুরুলিয়া জেলা নয় ভিন জেলা থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসেন। এই পূজকে ঘিরে মানুষের মধ্যে যথেষ্টই উৎসাহ লক্ষ্য করা যায়। গণেশ পুজোয় পুরুলিয়ার নিতুরিয়ার পারবেলিয়া হয়ে ওঠে এক টুকরো মুম্বই।
advertisement
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Ganesh Chaturthi 2023: পুরুলিয়ার এই গণেশ পুজো টেক্কা দিতে পারে মুম্বইকে, রইল ভিডিও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement