Patna Howrah Vande bharat Express: স্বাগত জানাতে পুষ্পবৃষ্টি থেকে ব্যান্ড পার্টি! ট্রেনের সঙ্গে কে আগে তুলবে সেলফি..পুরুলিয়া বন্দেভারত ক্রেজ

Last Updated:

পুরুলিয়ার উপর দিয়ে চলবে বন্দে ভারত , শুনেই ছুটে এলেন বহু মানুষ , দেখা গেল সেলফি তোলার হিড়িক!

+
বন্দে

বন্দে ভারত দেখতে মানুষের ভিড়

পুরুলিয়া: জঙ্গলমহলের বাসিন্দাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বমহিমায় ছুটল বন্দেভারত এক্সপ্রেস। বন্দেভারতের উদ্বোধনী অনুষ্ঠানের দিন একেবারে উৎসবের চেহারা নিয়েছিল পুরুলিয়া স্টেশন চত্বর। হাই স্পিড এই ট্রেনকে স্বাগত জানানো হয়েছিল পুষ্পবৃষ্টি৷ হাজির ছিল ব্যান্ড পার্টিও। বন্দেভারত দেখতে রবিবার পুরুলিয়া স্টেশনে উৎসাহী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এদিন পুরুলিয়া স্টেশনে বন্দেভারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘‘জঙ্গলমহলের বাসিন্দাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল বন্দেভারত ট্রেন পুরুলিয়ার উপর দিয়ে যাবে। পুরুলিয়া স্টেশনে থামবে। মানুষের সেই ইচ্ছাকেই বাস্তবায়িত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেন পেয়ে জেলার মানুষ খুবই খুশি।’’
আরও পড়ুন: দুর্গাপুর-আসানসোল যেতে কত ভাড়া পড়বে পটনা-হাওড়া বন্দেভারতে? এক ঝলকে দেখে নিন গোটা ফেয়ার চার্ট
বন্দেভারত ট্রেন দেখতে আসা ব্যক্তিদের গলাতেও ঝরে পড়ছিল উৎসাহ৷ একজন জানান, এইরকম অত্যাধুনিক মানের ট্রেন এই জেলায় শুরু হওয়ায়, তাঁরা ভীষণই খুশি। ট্রেনের ভাড়া বেশি হলেও এই ধরনের উন্নতমানের ট্রেন এই জেলার উপর দিয়ে যাবে সেটাই তাঁদের কাছে গর্বের। আগামী দিনে এই ধরনের আরও উন্নতমানের ট্রেন এই জেলার উপর দিয়ে চলবে এমনটাই আশা রাখছেন তাঁরা।
advertisement
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৭ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার ছাড়া নিয়মিত ভাবে চলাচল করবে এই ট্রেন। এদিন পুরুলিয়া স্টেশনে বন্দেভারতের সামনে সেলফি তোলার হিড়িক পড়ে যায় উৎসাহী মানুষজনদের মধ্যে। এক কথায় বলাই যায় পুজোর আগে জঙ্গলমহলবাসীদের দুর্দান্ত উপহার দিল রেল।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Patna Howrah Vande bharat Express: স্বাগত জানাতে পুষ্পবৃষ্টি থেকে ব্যান্ড পার্টি! ট্রেনের সঙ্গে কে আগে তুলবে সেলফি..পুরুলিয়া বন্দেভারত ক্রেজ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement