Durga Puja 2023: নবপত্রিকা স্নান করাতে সাহেব বাঁধের পাড়ে ভিড়! রইল ভিডিও
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
Last Updated:
Durga Puja 2023: নবপত্রিকা স্নান করানোর জন্য এই দিন বহু মানুষ ভিড় জমান পুরুলিয়া সাহেব বাঁধের পাড়ে। একই ভাবে পুরুলিয়া দেশবন্ধু রোড পুজা কমিটির পক্ষ থেকেও নবপত্রিকা স্নান করানোর জন্য সাহেব বাঁধের পাড়ে ভিড় জমানো হয় ।
পুরুলিয়া: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। গোটা বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন আপামর বঙ্গবাসী। ষষ্ঠীর বোধনের পর সপ্তমীর দিন কলা বউ স্নান করিয়ে , ঘট স্থাপনের রীতি প্রচলিত রয়েছে বহু যুগ ধরে। তারপরেই হয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা । প্রাণ প্রতিষ্ঠার পর ষোড়শ উপাচারে শুরু হয় সপ্তমীর পুজো। সপ্তমীর দিন ভোর থেকেই সমস্ত জায়গার নদী ও জলাশয় গুলিতে নবপত্রিকা স্নান করানোর ভিড় দেখা যায়। পুরুলিয়াতেও সেই একই চিত্র দেখা গেল। পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে নবপত্রিকা স্নানের জন্য ভিড় দেখতে পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে নবপত্রিকা স্নান করানোর জন্য এই দিন বহু মানুষ ভিড় জমান পুরুলিয়া সাহেব বাঁধের পাড়ে। একই ভাবে পুরুলিয়া দেশবন্ধু রোড পুজা কমিটির পক্ষ থেকেও নবপত্রিকা স্নান করানোর জন্য সাহেব বাঁধের পাড়ে ভিড় জমানো হয় ।
কমিটির এক সদস্য জানান, রীতি অনুসারে প্রতি বছরের মতো এ বছরও নবপত্রিকা স্নান করানো হল সাহেব বাঁধের পাড়ে। অন্যান্য বছরে তুলনায় এ বছর মহিলাদের সংখ্যা একটু বেশি ছিল নবপত্রিকা স্নানের। এরপরই শুরু হবে সপ্তমীর পুজো।
দুর্গাপুজার একটি বিশিষ্ট অঙ্গ নবপত্রিকা স্নান। কলা , কচু , হলুদ , জয়ন্তীয় , বেল , দাড়িম , অশোক , মান ও ধান এই নয়টি উদ্ভিদকে একত্রিত করে একজোড়া বেল-সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে তৈরি করা হয় নবপত্রিকা। এরপর সেই নবপত্রিকা স্নান করিয়ে তাতে নতুন শাড়ি জড়িয়ে , ঘোমটা দিয়ে বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে প্রতিমার ডানপাশে দাঁড় করিয়ে পুজো করা হয়। নবপত্রিকাকে অনেকেই কলা বউ বলে থাকেন। দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতীকরূপে হিসাবে এই নয়টি উদ্ভিদকে পুজো করা হয়ে থাকে।
advertisement
advertisement
শাস্ত্রবিধি অনুযায়ী, স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পুজোমণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাষ্ঠসিংহাসনে স্থাপন করা হয়। আর এর মধ্যে দিয়েই শুরু হয় সপ্তমীর পুজো।
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 12:25 PM IST