Purulia News: মুকুটে নয়া পালক, কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টরের নজিরবিহীন কর্মজীবন তাক লাগাবে

Last Updated:

Purulia News: দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে একের পর এক সাফল্য পেয়েছে সাব-ইন্সপেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী , কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হবে সম্মান!

আবারও বড়সড়ো সাফল্য পুরুলিয়া জেলা পুলিশের
আবারও বড়সড়ো সাফল্য পুরুলিয়া জেলা পুলিশের
পুরুলিয়া: আরও একটি সাফল্যের মুকুট উঠতে চলছে পুরুলিয়া জেলা পুলিশের মস্তকে। ভারতীয় পুলিশ পদক পাচ্ছেন পুরুলিয়ার সাব ইন্সপেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী। বহু কুখ্যাত দুষ্কৃতীদের সমাজের মূল স্রোতে ফেরানোর পাশাপাশি অপরাধ দমনে সদা সর্বদাই অগ্রনীর ভূমিকা পালন করেছেন তিনি। ২৭ বছর ধরে নজিরবিহীন সফলতা অর্জন করেছেন নিজের কর্মজীবনে। এত বছরের কর্মজীবনে কখনও , কোনও বিভাগেই কোনও পানিশমেন্ট পাননি তিনি। তার কর্মের জন্য তাকে পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। গত ১৪-ই আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই পুরস্কারের কথা জানানো হয় পুরুলিয়া জেলা পুলিশ বিভাগের। ‌ তবে এই পুরস্কারের সুযোগ সুবিধা পেতে সময় লাগবে প্রায় দু-বছর। দীর্ঘ সময় পর জঙ্গলমহলের এই জেলায় ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ শিরোপা পাচ্ছেন কোনও পুলিশ আধিকারিক। এর ফলে খুশির জোয়ার জেলা পুলিশের অন্দরে।‌
১৯৯৫ সালের ৪-ঠা ডিসেম্বর জয়ন্ত কুমার চক্রবর্তী নিজের কর্ম জীবন শুরু করেছিলেন। রাজ্য পুলিশের ১১ নম্বর সশস্ত্র বাহিনীর কনস্টেবল ছিলেন তিনি। ২০০৩ সালে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে উত্তীর্ণ হন তিনি। সেই সময় তার পোস্টিং হয়েছিল বর্ধমানে। এরপর ২০০৪ সালে তিনি পুরুলিয়ায় আসেন। পুরুলিয়ার মফস্বল, নিতুরিয়া, জঙ্গলমহল বান্দোয়ান, জয়পুর রঘুনাথপুর, তুলিন সহ বহু জায়গায় কর্মরত ছিলেন তিনি। দুষ্কৃতীদের অপরাধ দমনে যথেষ্ট ছাপ ফেলেছিলেন তিনি। ‌২০১৩ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে উত্তীর্ণ হন। ‌ তারপরেও একের পর এক সফলতা অর্জন করেছেন তিনি। পাশাপাশি বহু সমাজ সেবক মূলক কাজও করে থাকেন তিনি। সাব ইন্সপেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী বর্তমানে পুরুলিয়া জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের অফিসার ইনচার্জ।
advertisement
advertisement
প্রতিবছরই ১৪-ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের পুলিশ অফিসারদের শিরোপা প্রদান করা হয়। চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ‘প্রেসিডেন্ট’স পুলিশ মেডেল ফর গ্যালনটরি’, ‘পুলিশ মেডেল ফর গ্যালানটরি’ , ‘প্রেসিডেন্ট’স পুলিশ মেডেল ফর ডিসটিংগুইশড সার্ভিস’ ও ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’। আর এই ক্যাটাগরির মধ্যেই পুরুলিয়ার সাব ইন্সপেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিসে’-র শিরোপা পাচ্ছেন। এর ফলে আগামী দিনে তার কাজের উৎসাহ আরও অনেকটাই বাড়বে এমনটাই মনে পড়ছে মানভূমবাসি।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: মুকুটে নয়া পালক, কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টরের নজিরবিহীন কর্মজীবন তাক লাগাবে
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement