Purulia News: পিছিয়ে পড়া শ্রেণীর শবররা ফিরছে সমাজের মূল স্রোতে, পাচ্ছে সরকারি সহযোগিতা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুরুলিয়ার চিপিদাগ্রাম পঞ্চায়েতের রমইগাড়া গ্ৰামে বসবাসকারী শবর শ্রেণীর মানুষেরা সরকারি সহায়তায় মাধ্যমে আবারো নতুন করে বাঁচার চেষ্টা করছেন। আধারকার্ড না থাকার কারণে কেউ কেউ পিছিয়ে থাকলেও অনেকেই ফিরেছেন সমাজের মূল স্রোতে।
#পুরুলিয়া : সমাজে পিছিয়ে পড়া শ্রেণীদের মধ্যে অন্যতম হলো শবররা। ওদের কথা ভাবার মানুষদের বড়ই অভাব। দারিদ্রতা ওদের নিত্যসঙ্গী। ইংরেজ আমলে শবর জাতিকে ‘ক্রিমিনাল ট্রাইব’ বা ‘হিংসা-প্রবণ জাতি' হিসাবেই জনসমাজে আখ্যা দেওয়া হতো। সরকারের উদ্যোগে ধীরে ধীরে সমাজের মূল স্রোতে ফিরছেন তারা। পুরুলিয়া জেলার ১ নম্বর ব্লকের ভান্ডার পোয়ারা চিপিদাগ্রাম পঞ্চায়েতের রমইগাড়া গ্ৰাম। এই গ্রামে শবরদের বাস। ৩১ টি শবর পরিবার নিয়ে গঠিত এই গ্ৰাম। হতদরিদ্রতার মাঝে দিন কাটায় রমইগাড়া গ্রামের এই শবর পরিবার গুলি।
তবে আগের থেকে জীবনে অনেক পরিবর্তন এসেছে। সরকারি সহায়তা পায় তারা, মেলে মাসিক রেশন। গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করতে যায় এখন। পড়াশোনা শিখে আগামী দিনে শবর ছেলে মেয়েদের জীবনে শিক্ষার আলো সম্প্রসারিত হবে এমনটাই আশা করছেন অভিভাবকেরা। তারাও চাইছেন তাদের ছেলে মেয়েরাও শিক্ষিত হোক। স্কুলমুখী হয়ে নতুন করে বাঁচার উদ্যোগ নিচ্ছে শবর শিশুরা। তাদের দু-চোখেও রয়েছে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। উচ্চশিক্ষিত হয়ে কেউ কেউ হতে চায় ডাক্তার কেউ বা আবার আইনের রক্ষক।
advertisement
আরও পড়ুনঃ আরপিএফ-এর মানবিক মুখ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রী!
পুরুলিয়ার চিপিদাগ্রাম পঞ্চায়েতের রমইগাড়া গ্ৰামে বসবাসকারী শবর শ্রেণীর মানুষেরা সরকারি সহায়তায় মাধ্যমে আবারো নতুন করে বাঁচার চেষ্টা করছেন। আধার কার্ড না থাকার কারণে কেউ কেউ পিছিয়ে থাকলেও অনেকেই ফিরেছেন সমাজের মূল স্রোতে। সরকার পাশে থাকলে আগামী দিনে এই গ্রামের সার্বিক উন্নয়ন হবে এমনটাই আশা করা যাচ্ছে। একদিন এরাও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর হবে।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 08, 2022 8:55 PM IST