Purulia School: একদিন ছুটি পাওয়া যাবে! পুরুলিয়ার স্কুলে খুদে পড়ুয়াকে খুন অষ্টম শ্রেণির ছাত্রের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, নিহত পড়ুয়ার মাথায় এবং কানের পিছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: স্কুলের কোনও ছাত্র মারা গেলে একদিন ছুটি পাওয়া যাবে৷ শুধুমাত্র এই কারণেই নিজের স্কুলের প্রথম শ্রেণির এক খুদে পড়ুয়াকে খুন করল অষ্টম শ্রেণির এক পড়ুয়া! শুনে অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ার মানবাজারের একটি আবাসিক স্কুলে৷ ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ৷
ঘটনাটি ঘটেছে মানবাজারের একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলে৷ ১৯৯৫ সালে ওই স্কুলটি তৈরি হয়৷ গত ৩০ জানুয়ারি আবাসিক এই স্কুলটির থেকে কিছুটা দূরে পুকুর পাড় থেকে প্রথম শ্রেণির এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়৷ ওই পড়ুয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ৷ যদিও তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ নিহত ওই ছাত্রের বাড়ি পুরুলিয়ারই কেঁদা এলাকায়৷
advertisement
এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, নিহত পড়ুয়ার মাথায় এবং কানের পিছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ এর পরই ছাত্রকে খুন করা হয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ৷
advertisement
আরও পড়ুন: ত্রিকোণ প্রেম, ঘনিষ্ঠ ছবি নিয়ে টানাপোড়েন! গুয়াহাটির হোটেলে পুণের ব্যবসায়ীর দেহ, ধৃত কলকাতার যুগল
কিন্তু কে, কেনই বা ওই ছাত্রকে খুন করল, সেই রহস্যের কিনারা করতে পারছিল না৷ শেষ পর্যন্ত অন্যান্য ছাত্র এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্রকে চিহ্নিত করে পুলিশ৷ পরিবার এবং স্কুলের সূত্রে তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার মাত্র ৮ দিন আগে ওই স্কুলের ভর্তি হয়ে হোস্টেলে থাকতে শুরু করে ওই ছাত্র৷ কিন্তু হস্টেলে আসার পর থেকেই বাড়ি যাওয়ার জন্য জোরাজুরি করত ওই ছাত্র৷ পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথম শ্রেণির পড়ুয়াকে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত৷
advertisement
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ঘটনার দিন চকলেট দেওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির ওই ছাত্রকে স্কুলে হস্টেল থেকে নির্জন ওই পুকুর পাড়ে নিয়ে যায় অষ্টম শ্রেণির ওই ছাত্র৷ এর পর পুকুর পাড়েই খুদে ওই পড়ুয়াকে খুন করে সে৷ স্কুলের কোনও ছাত্র মারা গেলে একদিন ছুটি পাওয়া যাবে, এই আশাতেই এমন মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলে ওই ছাত্র৷
advertisement
গোটা ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্কুলের অন্যান্য পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবকরা৷ ইতিমধ্যেই ওই অভিযুক্ত ছাত্রকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 5:52 PM IST