Purulia School: একদিন ছুটি পাওয়া যাবে! পুরুলিয়ার স্কুলে খুদে পড়ুয়াকে খুন অষ্টম শ্রেণির ছাত্রের

Last Updated:

এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, নিহত পড়ুয়ার মাথায় এবং কানের পিছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷

পুরুলিয়ার এই আবাসিক স্কুলেই ঘটেছে হত্যাকাণ্ড৷
পুরুলিয়ার এই আবাসিক স্কুলেই ঘটেছে হত্যাকাণ্ড৷
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: স্কুলের কোনও ছাত্র মারা গেলে একদিন ছুটি পাওয়া যাবে৷ শুধুমাত্র এই কারণেই নিজের স্কুলের প্রথম শ্রেণির এক খুদে পড়ুয়াকে খুন করল অষ্টম শ্রেণির এক পড়ুয়া! শুনে অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ার মানবাজারের একটি আবাসিক স্কুলে৷ ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ৷
ঘটনাটি ঘটেছে মানবাজারের একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলে৷ ১৯৯৫ সালে ওই স্কুলটি তৈরি হয়৷ গত ৩০ জানুয়ারি আবাসিক এই স্কুলটির থেকে কিছুটা দূরে পুকুর পাড় থেকে প্রথম শ্রেণির এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়৷ ওই পড়ুয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ৷ যদিও তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ নিহত ওই ছাত্রের বাড়ি পুরুলিয়ারই কেঁদা এলাকায়৷
advertisement
এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, নিহত পড়ুয়ার মাথায় এবং কানের পিছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ এর পরই ছাত্রকে খুন করা হয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ৷
advertisement
কিন্তু কে, কেনই বা ওই ছাত্রকে খুন করল, সেই রহস্যের কিনারা করতে পারছিল না৷ শেষ পর্যন্ত অন্যান্য ছাত্র এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্রকে চিহ্নিত করে পুলিশ৷ পরিবার এবং স্কুলের সূত্রে তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার মাত্র ৮ দিন আগে ওই স্কুলের ভর্তি হয়ে হোস্টেলে থাকতে শুরু করে ওই ছাত্র৷ কিন্তু হস্টেলে আসার পর থেকেই বাড়ি যাওয়ার জন্য জোরাজুরি করত ওই ছাত্র৷ পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথম শ্রেণির পড়ুয়াকে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত৷
advertisement
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ঘটনার দিন চকলেট দেওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির ওই ছাত্রকে স্কুলে হস্টেল থেকে নির্জন ওই পুকুর পাড়ে নিয়ে যায় অষ্টম শ্রেণির ওই ছাত্র৷ এর পর পুকুর পাড়েই খুদে ওই পড়ুয়াকে খুন করে সে৷ স্কুলের কোনও ছাত্র মারা গেলে একদিন ছুটি পাওয়া যাবে, এই আশাতেই এমন মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলে ওই ছাত্র৷
advertisement
গোটা ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্কুলের অন্যান্য পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবকরা৷ ইতিমধ্যেই ওই অভিযুক্ত ছাত্রকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia School: একদিন ছুটি পাওয়া যাবে! পুরুলিয়ার স্কুলে খুদে পড়ুয়াকে খুন অষ্টম শ্রেণির ছাত্রের
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement