পুরুলিয়া: বোঝাই যাচ্ছে না দুর্গাপুজো নাকি সরস্বতী পুজো। ঝালদার গড়কুলি মহাবীর সমিতির সরস্বতী পুজো এক কথায় দুর্গাপুজোকেও হার মানাচ্ছে। সরস্বতী পুজোর দু-দিন কেটে গেল মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অভিনব থিমের চমকের জন্যই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে এই মণ্ডপে।
এ বিষয়ে কমিটির এক সদস্য জানান, গত ৩০ বছর ধরে পুজোর আয়োজন হচ্ছে ঝালদার গড়কূলি মহাবিশ সমিতির সদস্যরা। প্রতিবছরই নতুনত্বের ছোঁয়া থাকে এই পুজো মণ্ডপে। এ বছর সরস্বতী পুজো ও প্রজাতন্ত্র দিবস একসঙ্গে পালিত হওয়ায় থিমের মধ্যেও সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভারত ও পাকিস্তানের যুদ্ধ ও ভারতীয় সেনাদের লড়াইয়ের সাফল্য তুলে ধরা হয়েছে থিমে। এই থিমের কারণে বহু দর্শকেরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে।
আরও পড়ুনঃ বড় চমক শোভন-বৈশাখীর, বিশেষ দিনে জুটির ভিন্ন স্বাদের ছবিতে মজেছে নেটদুনিয়া
দর্শকদের যাতে কোনও সমস্যায় না পরে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। আগামী বছরেও আরও নতুনত্বের ভাবনা ফুটিয়ে তোলা হবে মণ্ডপে।
মণ্ডপে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা। চালানো হচ্ছে দেশ ভক্তির গান। যাকে ঘিরে মানুষের মনে এক আলাদা ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। প্রতিবছর বহু মানুষের সমাগম হয় এই মণ্ডপে। অন্যান্য বছরের তুলনায় এ বছরে থিমের চমকের কারণে দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেশি। আগামী দিনেও ঝালদার গড়কুলি মহাবীর সমিতির সরস্বতী পুজো দর্শকদের মন করবে, এমনটাই আশা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia, Saraswati Puja 2023