Purulia News : মিট প্লান্ট তৈরির পরিকল্পনা পুরুলিয়ায়, জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ!

Last Updated:

পুরুলিয়ার আদ্রতা অনুযায়ী ছাগল চাষ ও প্রতিপালনের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে।

+
title=

#পুরুলিয়া : প্রাণি সম্পদ বিকাশ সপ্তাহের সুচনা করা হল পুরুলিয়ায়। মঙ্গলবার পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলাশাসক রজত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মহালি সহ বহু বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই কর্মসূচি থেকে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়। তার মধ্যে অন্যতম হল মিট প্লান্ট তৈরির পরিকল্পনা। এই প্রকল্পেকে দ্রুততার সাথে বাস্তবায়িত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী স্বপন দেবনাথ।
অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, প্রাণী প্রতিপালনের ক্ষেত্রে পুরুলিয়া জেলার অনেক অগ্রগতি হয়েছে। ব্ল্যাক বেঙ্গল ও বনরাজ দুই জাতির ছাগল ও মুরগি পালন করে অনেকখানি লাভের আশা দেখতে পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে মুরগির ছানা ও ছাগলের বাচ্চা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তারা এগুলি প্রতিপালন করার ফলে গ্রামীণ অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে পুরুলিয়ায় পাহাড় ও জঙ্গল একসঙ্গে থাকায় ছাগল চাষ ও প্রতিপালনের ক্ষেত্রে প্রাকৃতিক অনেক সুবিধা রয়েছে। ফলতো আগামী দিনে মিট প্লান্ট তৈরির কথা চিন্তা করা হচ্ছে পুরুলিয়ায়।
advertisement
advertisement
১৩ থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হবে রাজ্যজুড়ে। এইদিন পুরুলিয়ার রবীন্দ্র ভবন থেকে পশুপালনে অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়। আগামী দিনে পুরুলিয়ার মাটিতে পশু পালনের প্রসার ঘটবে এমনটাই আশা করা যাচ্ছে। পাশাপাশি বাড়বে কর্মসংস্থান।
advertisement
শর্মিষ্ঠ ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : মিট প্লান্ট তৈরির পরিকল্পনা পুরুলিয়ায়, জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement