Purulia News : পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ করল স্কুলের পড়ুয়ারা ! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News: পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রয়োজন বৃক্ষরোপণ , অভিনব উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠন ও পড়ুয়াদের!
পুরুলিয়া : পরিবেশকে বাঁচাতে হবে এই লক্ষ্যেই ২০১৬ সাল থেকে বদ্ধপরিকর হয়ে বৃক্ষরোপণ করে আসছেন ‘চল এগিয়ে যাই’ সংগঠন। পুরুলিয়ার আড়শা ব্লকের বামুনডিহা গ্রামের গ্রাম উন্নয়নকারী সংগঠন চল এগিয়ে যাই। ইতিপূর্বেও তারা বহু জায়গায় বৃক্ষরোপণ করেছেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাস্তার দু-পাশে ৫০ টি চারা লাগালেন আড়শা ব্লকের বামুনডিহা প্রাথমিক বিদ্যালয় এর পড়ুয়ারা ও চল এগিয়ে যাই সংগঠনের সদস্যরা। গ্রামকে সবুজায়ন করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। এই দিন পরিবেশ সচেতনতার জন্য গাছ লাগানো কতখানি জরুরী সেই বার্তা দিয়ে ছাতিম , শিমূল , কাঁঠাল , শিরিষ , নিম সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগায় পড়ুয়ারা। অতি যত্ন সহকারে পড়ুয়ারা এই দিন প্রতিটি গাছ লাগান। তাদের মধ্যেও উৎফুল্লতা প্রকাশ পায়।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , পরিবেশকে রক্ষা করতে পারে একমাত্র গাছ। প্রকৃতির ভারসাম্য রক্ষা হয় গাছের মাধ্যমে। তাই প্রতিটি মানুষের উচিত গাছ লাগানো। গাছের ভূমিকা মানুষের জীবনে কতখানি রয়েছে তা বোঝানোর জন্যই পড়ুয়াদের দিয়ে গাছ লাগানো হল। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন , পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা কাকলি মাহাত, বেলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রজক, বেলডি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীরা মাঝি , আড়শা থানার পুলিশ আধিকারিক উত্তম কুমার মন্ডল সহ বহু বিশিষ্ট জনেরা।
advertisement
advertisement
প্রকৃতি বাঁচাতে গেলে গাছের ভূমিকা ঠিক কতখানি রয়েছে তা মানুষের মধ্যে প্রচার করে চলেছেন চল এগিয়ে যাই সংগঠন। এখনও পর্যন্ত তারা কয়েক হাজার বৃক্ষরোপণ করেছেন। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 10:00 PM IST

