Purulia News: রাজীব গান্ধীর ৩২ তম প্রয়াণ দিবস পালন জেলা কংগ্রেসের পক্ষ থেকে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করল পুরুলিয়া জেলা কংগ্রেস নেতৃত্ব , কি বললেন তারা শুনুন!
পুরুলিয়া : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় রাজীব গান্ধীর ৩২ তম প্রয়াণ দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয় শহর পুরুলিয়ায় । রবিবার পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে এই সভার আয়োজন করা হয় ।
পুরুলিয়া জেলা কংগ্রেসের শহর সভাপতি প্রদীপ চৌধুরী নেতৃত্বে এই সমগ্র সরণ সভার আয়োজন করা হয়েছিল । উক্ত সভায় স্বর্গীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় কংগ্রেস নেতৃত্বদের পক্ষ থেকে । উক্ত সভায় উপস্থিত থেকে স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা । তার অবদান গোটা ভারতবাসীর জীবনের কতখানি রয়েছে সে বিষয়ে আলোকপাত করেন তারা ।
advertisement
আরও পড়ুন – Foreign Footballers Arrested: দরকার ছিল টাকার, পরিচিত মহিলা তুলে দিলেন দুই ফুটবলারের হাতে
advertisement
এই দিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন , প্রদেশ কংগ্রেসের সদস্য ডঃ গৌতম মুখোপাধ্যায় , কংগ্রেস নেত্রী ডঃ অর্ণবী সেন , কংগ্রেস নেতা চিন্ময় গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্বরা । উক্ত অনুষ্ঠানটি শেষ হওয়ার পর পুরুলিয়া ইস্ট লেক রডে অবস্থিত রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় কংগ্রেস নেতৃত্বদের পক্ষ থেকে । রাজীব গান্ধী প্রয়াণে আজও শোকোস্তব্ধ সমগ্ৰ কংগ্রেস দল ।
advertisement
পুরুলিয়া খবর | Latest Purulia News
view commentsSarmistha Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 9:37 PM IST