Purulia News: বছরের শেষ মুহূর্তকে স্মৃতির অ্যালবামে রাখতে সেলফি পয়েন্টে ভিড়

Last Updated:

গুটি গুটি পায়ে পেরিয়ে গেল একটা বছর। বছরের শেষ লগ্নে এসে পৌঁছেছে সকলে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রাত পেরোলেই নতুন বছরে সূচনা। শহরের বর্তমানে আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে সাহেব বাঁধের পাড়ে তৈরি সেলফি পয়েন্ট।

+
title=

#পুরুলিয়া : গুটি গুটি পায়ে পেরিয়ে গেল একটা বছর। বছরের শেষ লগ্নে এসে পৌঁছেছে সকলে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রাত পেরোলেই নতুন বছরে সূচনা। শহরের বর্তমানে আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে সাহেব বাঁধের পাড়ে তৈরি সেলফি পয়েন্ট। গত ২৫শে ডিসেম্বর থেকে এই সেলফি পয়েন্ট কে রকমারি আলোয় সাজানো হয়েছে। তারপর থেকেই দেখা যাচ্ছে শহর সহ শহরতলীর মানুষদের উপচে পড়া ভিড়। সেলফি পয়েন্টে সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছে। বয়সের বাঁধ ভেঙে আট থেকে আশি সকলেই সেলফিতে মজেছে।
শহরবাসীদের দাবি, অন্যান্য সময় সেলফি পয়েন্টে ছবি তোলা হলেও রকমারি আলোক সজ্জায় সেলফি পয়েন্ট যেভাবে সেজে উঠেছে সেখানে ছবি তোলার লোভ সামলানো যাচ্ছে না। বছরের শেষ কিছু মুহূর্তের স্মৃতি মুঠোফোনে বন্দী করে রাখতে সেলফিতেই ভরসা রাখছে টিন- এজাররা। তবে শুধু টিনেজার বললে ভুল হবে। বর্তমানে যারাই স্মার্টফোনে অভ্যস্ত হয়ে পড়েছেন, তারাই সমানভাবে অভ্যস্ত পড়েছেন সেলফিতে। যখন ডিজিটাল ভারত গড়ে উঠছে, তখন বিভিন্ন জায়গায় গড়ে উঠছে এই সেলফি পয়েন্ট।
advertisement
এই সেলফি পয়েন্টগুলি যেমন শহর বা এলাকাগুলির শোভা বর্ধন করছে, তেমনভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সেলফি লাভারদের কাছে। বর্তমানে প্রায় প্রতিটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের কাছেই এই সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে। আর প্রশাসনের কর্তা ব্যক্তিরা ভাল ভাবেই জানেন বছরের শেষ কয়েকটা দিন বা নতুন বছরের শুরুতে এই সেলফি পয়েন্টে ভিড় জমবে মানুষের। তাই বছর শেষে সাজিয়ে তোলা হচ্ছে এই সেলফি পয়েন্ট গুলিকেও। যে তালিকায় বাদ নেই পুরুলিয়ার সাহেব বাঁধের এই সেলফি পয়েন্টও।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: বছরের শেষ মুহূর্তকে স্মৃতির অ্যালবামে রাখতে সেলফি পয়েন্টে ভিড়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement