Purulia News: প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিনে পুরুলিয়ার কালী মন্দিরে পুজো বিজেপি সাংসদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গোটা দেশ জুড়েই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরুলিয়াতেও রয়েছে বিজেপির বেশ কিছু কর্মসূচি
পুরুলিয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩-তম জন্মদিনে পুরুলিয়ার রাঁচি রোড-এর কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয়। এই দিন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙ্গা-সহ জেলার বহু নেতা-কর্মীরা। পুজো দেওয়ার পর প্রসাদ বিতরণ করা হয়। আনন্দ উৎসবে মেতে ওঠেন বিজেপি নেতা-কর্মী-সমর্থকেরা।
আজ, রবিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। আর জন্মদিনে সকাল থেকেই একাধিক কর্মসূচিতে শামিল হতে দেখা গেল প্রধানমন্ত্রীকে৷ এদিন সকাল ১১টা নাগাদই নয়াদিল্লির দ্বারকায় ভারতের আন্তর্জাতিক সম্মেলন এবং এক্সপো সেন্টারের প্রথম ধাপ, ‘যশোভূমি’র উদ্বোধন করেন মোদি৷ ‘যশোভূমি’ উৎসর্গ করেন দেশবাসীর উদ্দেশ্যে৷ পাশাপাশি, এদিন দ্বারকা সেক্টর ২১ মেট্রো স্টেশন থেকে নতুন দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন বিমানবন্দর এক্সপ্রেস লাইন এক্সটেনশনের উদ্বোধন করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তবে রবিবেলার সবচেয়ে বড় চমক ছিল অবশ্যই বিশ্বকর্মা যোজনার উদ্বোধন৷ বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন দেশের বিশ্বকর্মাদের সম্মানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঘোষণা ছিল আগে থেকেই৷ রবিবার দুপুর পৌনে ২টো নাগাদ দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন প্রকল্প ‘পিএম বিশ্বকর্মা’ চালু করলেন। এই অনুষ্ঠান চলাকালীন ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’-এর প্রতীক, ট্যাগলাইন এবং পোর্টালও চালু করেন তিনি।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গোটা দেশ জুড়েই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরুলিয়াতেও রয়েছে বিজেপির বেশ কিছু কর্মসূচি। জন্মদিনের সূচনাতেই প্রধানমন্ত্রীর নামে পুজো দিল বিজেপি জেলা নেতৃত্বরা। আগামী দিনে তাঁর মতাদর্শকে আদর্শ করেই পথ চলবেন তাঁরা।
advertisement
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 4:27 PM IST