হোম /খবর /পুরুলিয়া /
চাঁদ ও শুক্রের বিরল দৃশ্য আকাশে! মানুষের জীবনে কী প্রভাব ফেলবে? জানুন জ্যোতিষ মত

Moon and Venus : চাঁদ ও শুক্রের বিরল দৃশ্য আকাশে! মানুষের জীবনে কী কু-প্রভাব ফেলবে? জানুন জ্যোতিষ মত

X
বিরল [object Object]

Moon and Venus : শুক্রবার সন্ধ্যায় দেখা গেল এক বিরল চাঁদের দৃশ্য। জেনে নিন এর পেছনে আসল রহস্য!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া : এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা। শুক্রবার সন্ধ্যায় আকাশে দেখা গিয়েছিল এক ফালি চাঁদ তার নিচেই এক টুকর তারা। গোটা বাংলার মানুষ উৎসুক হয়ে পড়েছিলেন এই দৃশ্য দেখে। অনেকেই মুঠো ফোনে ক্যামেরা বন্দি করেছেন চাঁদের এই অপরূপ রূপের। নানানভাবে বিশ্লেষণ হয়েছে এই বিরল দৃশ্যের। শুরু হয়েছে রমজানের মাস। শুক্রবার রামজানে প্রথম সন্ধ্যাতেই চাঁদের এই নজরকাড়া রূপে মুগ্ধ হয়েছে গোটা বাংলার মানুষ।

এবার চাঁদের গায়ে আশ্চর্য আলোর বিন্দুর রহস্যের বিশ্লেষণ করলেন ঝালদার জ্যোতিষী বিশ্বনাথ আচার্য , তিনি বলেন শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে নক্ষত্রের ছায়া চাঁদের উপর পড়েছে তাই এক অনন্য চাঁদের দেখা মিলছে । এই দৃশ্য পূর্বেও দেখা গিয়েছিল। আগামী তিন থেকে পাঁচ বছর পর আবারও এই দৃশ্য দেখা যাবে। মানুষের জীবনে এর খারাপ বা ভাল কোনো কিছুরই প্রভাব পড়বে না। রমজান মাসের সঙ্গেও এর কোন যোগাযোগ নেই।

আরও পড়ুন: বিনা পয়সায় করছেন পথের পশুদের চিকিৎসা! পথ পশুদের কাছে এই মানুষ যেন ভগবান!
আরও পড়ুন:

যদিও বৈজ্ঞানিক সূত্রে জানা গিয়েছে , চাঁদের গায়ে আলোর বিন্দু শুক্র গ্রহ। সৌরমন্ডলের সমস্ত গ্রহ , উপগ্রহ নিজেদের কক্ষপথে বিচরণ করাকালীন কখনও কখনও গ্রহ বা উপগ্রহরা একই সরলরেখায় চলে আসে। এমনই ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। তবে অবশ্যই এটা মহাজাগতিক কোন ঘটনা।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Piya Banerjee
First published:

Tags: Moon, Purulia news, Venus