Purulia News: আদিবাসী সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে 'জয় জোহার মেলা'
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, তাঁদের নাচ-গান, খাদ্যাভ্যাস, শিল্পকর্ম বাকিদের সামনে তুলে ধরার জন্য পুরুলিয়া সহ রাজ্যের ১৫ টি জেলায় চলছে জয় জোহার মেলা
পুরুলিয়া: পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা আদিবাসী অধ্যুষিত। তার মধ্যে অন্যতম পুরুলিয়া। পিছিয়ে পড়া আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়। তার মধ্যে অন্যতম হল 'জয় জোহার মেলা'। রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দফতরের উদ্যোগে ১৫ টি জেলার আদিবাসী অধ্যুষিত ১০২ টি ব্লককে চিহ্নিত করা হয়েছে এই মেলার জন্য। এই বছর ২৮ জানুয়ারি শুরু হয়েছে জয় জোহার মেলা। চলবে ৩০ জানুয়ারি, অর্থাৎ সোমবার পর্যন্ত।
জয় জোহার মেলার মূল উদ্দেশ্য হল, আদিবাসী সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও আয়োজন করা হয়েছে এই মেলার। পুরুলিয়া-১ ব্লকের চাকদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিডিও অফিস প্রাঙ্গণে আয়োজিত চলছে মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এসে উপস্থিত হয়েছেন এই মেলায়। আদিবাসীদের নিজস্ব নাচ, গান সহ অন্যান্য সংস্কৃতি উপাদান এখানে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি আদিবাসী শিশুদের মনোরঞ্জনের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: যৌবন কেটেছে লাল ঝান্ডা বয়ে, কিন্তু বয়সকালে মনে রাখেনি কেউ! শেষে বৃদ্ধার পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা
advertisement
জয় জোহার মেলার বিষয়ে এক আদিবাস শিক্ষক বলেন, তিন দিনব্যাপী এই মেলায় অনেক মানুষের সমাগম হয়েছে। মেলায় অংশগ্রহণ করতে পেরে আদিবাসী জনজাতির মানুষেরা ভীষণ খুশি।
অতীতের তুলনায় আদিবাসী সমাজ অনেকটাই এগিয়েছে। তাদের এই অগ্রগতির ক্ষেত্রে রাজ্য সরকারের বাড়িয়ে দেওয়া হাতের অবদান অনস্বীকার্য। তাই আদিবাসী জনজাতির মানুষদের সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই এই 'জয় জোহার মেলার' আয়োজন করা হয়েছে রাজ্যজুড়ে। এই মেলার ফলে আদিবাসী মানুষেরা অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 12:47 PM IST