Purulia News: অভিনবভাবে পালিত হল গান্ধি জয়ন্তী! রইল ভিডিও
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গান্ধি জয়ন্তীতে অভিনব ঘটনা। পুরসভার সাফাই কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে দিনটি পালিত হল ঝালদায়
পুরুলিয়া: ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধি। তাঁর প্রয়াণের পর থেকে দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে। সোমবার দেশজুড়ে গান্ধিজীর ১৫৪ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। সারা দেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় মেতে উঠেছে এই দিনটি পালন করতে। পুরুলিয়া জেলাতেও পালিত হচ্ছে গান্ধিজীর জন্মজয়ন্তী। এদিন ঝালদা মহাকুমাতে অভিনবভাবে পালিত হল গান্ধি জয়ন্তী।
আরও পড়ুন: পাঞ্জা লড়াইয়ে মাতল আট থেকে আশি
ঝালদা পুরসভার সাফাই কর্মীদের বস্ত্র বিতরণ করে এই দিনটি পালন করলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ কর্মকার। এই বিষয়ে তিনি জানান, প্রতিবছরই আমরা গান্ধিজীর জন্মজয়ন্তী পালন করে থাকি। এ বছরও এলাকার মানুষদের সঙ্গে নিয়ে মহাত্মা গান্ধির মূর্তিতে মাল্যদান করা হয়। এরই পাশাপাশি যারা প্রতিনিয়ত ঝালদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সেই সকল সাফাই কর্মীদের আমরা ধন্যবাদ জানিয়ে তাঁদের হাতে বস্ত্র তুলে দিয়েছি। তাঁরা যাতে সুস্থ থাকেন সেই কামনাই আমরা করলাম।
advertisement
advertisement
এই দিন প্রায় ৩০ জন সাফাই কর্মীর হাতে বস্ত্র প্রদান করা হয়। এমন উদ্যোগে সাফাই কর্মীরা খুশি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালদার প্রাক্তন পুরপ্রধান সুরেশ আগরওয়াল সহ বিশিষ্ট সমাজসেবীরা। তাঁরাও সাফাই কর্মীদের হাতে বস্ত্র তুলে দেন। উল্লেখ্য দুই অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়।
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 02, 2023 3:18 PM IST








