Purulia News : বর্ষার দেখা মিলতেই জেলায় শুরু চাষের কাজ, হাসি ফুটল কৃষকদের মুখে

Last Updated:

পুরুলিয়া খরা প্রবণ জেলা। বৃষ্টির জলের উপর অনেকটাই নির্ভরশীল থাকতে হয় এখানকার মানুষদের। তাই যথাযথ বৃষ্টির দেখা মেলায় খুশি কৃষকেরা।

+
title=

পুরুলিয়া : বহু প্রতীক্ষার পর পুরুলিয়া জেলাতে দেখা মিলেছে বর্ষার। খুশির মেজাজে জেলার কৃষকেরা। বর্ষার প্রথম বৃষ্টিতেই তারা চাষের কাজে ‌হাত লাগিয়েছেন। বিগত বেশ কিছুদিন ধরেই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে দেখা যাচ্ছে। ‌ চাষের কাজের জন্য একেবারেই উত্তম মরসুম পেয়েছেন চাষিরা। ‌ট্রাক্টর দিয়ে জমি সেচ করিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধান লাগানোর কাজ। এবছর বর্ষা দেরিতে শুরু হওয়ার কারণে ধান চাষ নিয়ে অনেকটাই চিন্তিত ছিল কৃষকেরা। ‌ ‌
বৃষ্টির দেখা মেলায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন তারা। এ বিষয়ে তারা জানান, দেরিতে বৃষ্টি হওয়ার কারনে সেচের কাজ শুরু করতেও দেরি হয়েছে। সঠিক মাত্রায় যদি বৃষ্টি হয় তবে কিছুটা হলেও চাষ ভালো হবে আশা রাখছেন তারা।
আরও পড়ুন ঃ কৃষকরা বাংলা শস্য বিমা কেন করবেন? কারণগুলো জানুন
বিপুল পরিমাণে চাষ না হলেও কিছুটা হলেও চাষাবাদ ভালো হবে এমনটাই বলছেন তারা। খরা প্রবণ এলাকা পুরুলিয়া। বৃষ্টির জলের উপর অনেকটাই নির্ভরশীল এখানকার মানুষেরা। কৃষি কাজের জন্য বেশিরভাগ জায়গাতেই যথাপযুক্ত সেচের ব্যবস্থা নেই এই জেলায়।
advertisement
advertisement
ফলত বৃষ্টির জল সংরক্ষণ করে কৃষি কাজ করতে হয় এই জেলার চাষীদের। এ বছর দক্ষিণবঙ্গে বর্ষার দেরিতে আসার কারণে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে ছিলেন পুরুলিয়া জেলার চাষীরা। কিন্তু বিগত বেশ কিছু দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও আশার আলো দেখছেন তারা।
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : বর্ষার দেখা মিলতেই জেলায় শুরু চাষের কাজ, হাসি ফুটল কৃষকদের মুখে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement