হোম /খবর /পুরুলিয়া /
আবাসের ঘর কবে তৈরি হবে? সিদ্ধান্ত নিয়ে নিল পুরুলিয়া

Purulia News: আবাস যোজনার ঘর প্রাপকদের নিয়ে বিশেষ বৈঠক পুরুলিয়ায়

X
title=

আবাস যোজনার ঘর প্রাপকদের নিয়ে বিশেষ উদ্যোগ পুরুলিয়া পুরসভার। বিতর্কের মাঝেই আগামী সপ্তাহ থেকে বাড়ি তৈরির কাজ শুরু হতে চলেছে।

  • Share this:

পুরুলিয়া: আবাস যোজনা দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, ঠিক তখনই এই প্রকল্পের উপভোক্তাদের নিয়ে যৌথ আলোচনা সভা আয়োজন করল পুরুলিয়া পুরসভা। শুক্রবার পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে আবাস যোজনার ঘর প্রাপকদের নিয়ে 'প্রকল্প কথা' কর্মসূচি পালন করা হয় পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে।

আবাসের ঘর প্রাপকদের নিয়ে এই আলোচনা সভা প্রসঙ্গে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, "ইতিমধ্যেই আবাস যোজনার পঞ্চম দফার কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবাস যোজনায় যে সকল বেনিফিশিয়ারি আছেন তাদের সঙ্গে সরাসরি পুর প্রশাসন, ইঞ্জিনিয়ার, প্রকল্প সহায়ক, কাউন্সিলর সকলের সরাসরি কথা বলার ব্যবস্থা করা হয়। সরকারি নিয়ম অনুসারেই 'প্রকল্প কথা' কর্মসূচি পালন করা হয়েছে।" পুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্প কথা কর্মসূচির মূল উদ্দেশ্য হল, কীভাবে আবাস যোজনার চূড়ান্ত তালিকায় নাম থাকার বাড়ি তৈরি করবে, বাড়ি কীভাবে পাওয়া যাবে সেই সমস্ত বিষয় তাঁদের ভালো করে বুঝিয়ে দেওয়া। পুরুলিয়া পুরসভার ২৩ টি ওয়ার্ড মিলিয়ে মোট ১৭৩৪ টি বাড়ি আবাস যোজনা প্রকল্পে তৈরি করা হবে। কাগজপত্র প্রায় তৈরি হয়ে গিয়েছে। সামনের সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: ঝালদা থেকে ৩৩০ কেজি গাঁজা উদ্ধার করল এসটিএফ

আবাস যোজনার ঘর পাওয়াকে কেন্দ্র করে বাংলায় ক্ষোভ-বিক্ষোভের শেষ নেই। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল‌ও এসেছিল রাজ্যে। এই সমস্ত কিছুর মাঝেই আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে পুরুলিয়া পুরসভার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Awas Yojana, Purulia news