'আই লিগ' ফুটবল ম্যাচের সিলেকশন, ট্রায়ালে যাচ্ছেন পুরুলিয়ার ৫ ভূমিপুত্র
- Published by:Sudip Paul
Last Updated:
আই লিগের জন্য ইস্টবেঙ্গল ক্লাব কলকাতায় আগামী ২১ ও ২২ শে নভেম্বর ট্রায়াল সিলেকশনের আয়োজন করেছে। এস এস এ সি আনন্দনগর ফুটবল একাডেমির পক্ষ থেকে মোট পাঁচজন ফুটবল ক্রীড়াবেন ওই ট্রায়াল রানে অংশগ্রহণ করবে।
পুরুলিয়া: ভারতীয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় ভাগ হল আই লিগ। বর্তমানে লিগে ১৩টি দল রয়েছে। পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের আনন্দমার্গ আনন্দ নগরে এস.এস.এ.সি (স্পিরিচ্যুয়ালিষ্ট স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব) - এর উদ্যোগে মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে 'আই লিগ' ফুটবল ম্যাচের সিলেকশনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ বেশি ফুটবল প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্যায়ের ৩৬ জনের মধ্যে ১৭ জনকে নির্বাচিত করা হয়।
আই লিগের জন্য আগামী ২১-২২ নভেম্বর কলকাতায় সিলেকশন ট্রায়াল ম্যাচের আয়োজন করেছে। এস.এস.এ.সি আনন্দনগর ফুটবল একাডেমির পক্ষ থেকে মোট পাঁচ জন ফুটবল ক্রীড়াবিদকে ওই ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করতে পাঠানো হচ্ছে। তারা হলেন, 'রমেশ হেম্ব্রম - মিডহাফ', 'জিৎ কুমার মাহাত - গোলকিপার', তারাপদ মাঝি (উংগার), লক্ষণ বেশরা (উংগার), অজয় টুডু (ফুলব্যাক)। এই দিনের ফুটবল সিলেকশন ট্রায়াল ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সূর্য বিকাশ চক্রবর্তী, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির সিনিয়র কোচ পার্থ সেন, জাতীয় ফুটবল ক্রীড়াবিদ দেবাশীষ রায় ও বিমান বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
advertisement
উল্লেখ্য, ভারতে প্রথম ঘরোয়া লীগের সূচনা হয়েছিল ১৯৯৬ সালে যা জাতীয় ফুটবল লিগ নামে পরিচিত ছিল। ২০০৭ সলে এনএফএল মরশুমের পরে পুনরায় জাতীয় ফুটবল লিগ সূচনা করার ঘোষণা হয়। যা বর্তমানে আই লিগ হিসাবে পরিচিত। আইএসএলের পাশাপাশি আই লীগ জনপ্রিয়তা ফুটবল প্রেমী ও খেলা প্রেমীদের মধ্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে।
advertisement
Sarmistha Banerjee
Location :
First Published :
November 19, 2022 9:46 PM IST