#পূর্ব মেদিনীপুর: গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখতে এবার জেলায় এল বিশ্বব্যাঙ্ক-এর প্রতিনিধি দল। চার দলের সদস্যরা জেলার দুটি গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখে। সামনেই পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচির ব্যস্ততা চোখে পড়ার মতো। পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পর পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ও ময়না ব্লকের গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখতে ৪ সদস্যের বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি দল আসে।
বিশ্ব ব্যাঙ্ক রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়নের জন্য অর্থ প্রদান করে। সেই অর্থ কী ভাবে উন্নয়ন হয়েছে এলাকায় তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ও ময়নায় পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা। গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক স্ব-শক্তিকরণ কাজ দেখতে পূর্ব মেদিনীপুর জেলায় আসেন বিশ্ব ব্যাঙ্কের চার প্রতিনিধি। জেলার ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রথমে যায় চার সদস্যের প্রতিনিধি দলটি।
আরও পড়ুন: মমতাকে শুভেন্দুর 'প্রণাম', এবার পাল্টা 'ছবি' খুঁজছে বিজেপি
বিশ্বব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিয়েছে এই গ্রামপঞ্চায়েত। নিজেদের গ্রামপঞ্চায়েত অফিসের প্রয়োজনীয় আলো, কম্পিউটার সব কিছু এই সৌরবিদ্যুতে চালানো হয়। সেই সঙ্গে ওয়াটার এটিএম এবং সাবমার্সিবল পাম্প বসিয়ে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের কাজ করেছে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত। সেই কাজ দেখে প্রতিনিধিরা খুশি।
আরও পড়ুন: বলুন তো জল কেন 'ভেজা' হয়? উত্তর খুঁজে হয়রান ৯৯ শতাংশ মানুষ! আপনি জানলে কিন্তু আপনিই সেরা!
ময়নার পাশাপাশি এদিন মহিষাদল ব্লকের নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজও পরিদর্শন করেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা। সেখানে নতুন শ্মশানঘাট, রাস্তা-সহ বেশ কিছু গ্রাম উন্নয়ন প্রকল্পের কাজ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। ব্লকের বিডিও যোগেশচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুরি ধাড়া প্রমুখ ছিলেন। এলাকা পরিদর্শনে পাশাপাশি তথ্যচিত্রে মাধ্যমে এলাকার উন্নয়নে বিষয় তুলে ধরা হয়। জেলার দুটি গ্রামপঞ্চায়েতের কাজে খুশি প্রতিনিধি দল।
সৈকত শী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Midnapore, World bank