Purba Medinipur News: এ কী করলেন মহিলারা! ভেঙে গুঁড়িয়ে দিলেন অবৈধ মদের ঠেক

Last Updated:

সহ্য আর ধৈর্যের বাঁধ ভেঙে যেতেই রুদ্র মূর্ত্তি ধারণ করল স্থানীয় মহিলারা। দল বেঁধে ভেঙে গুঁড়িয়ে দিলেন বেশ কয়েকটি অবৈধ মদের দোকান। নষ্ট করলেন কয়েকশো লিটার মদ।

+
title=

এগরা: সহ্য আর ধৈর্যের বাঁধ ভেঙে যেতেই রুদ্র মূর্ত্তি ধারণ করল স্থানীয় মহিলারা। ভেঙে গুঁড়িয়ে গেল বেশ কয়েকটি অবৈধ মদের দোকান। নষ্ট করলেন কয়েকশো লিটার মদ। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছিল অবৈধ ও বেআইনি মদের ব্যবসা। কিন্তু শেষ রক্ষা আর হল না। অবশেষে দোকান থেকে দেশি ও বিদেশি মদ তুলে এনে রাস্তায় ভেঙে গুঁড়িয়ে দিলেন গ্রামের মহিলারা। মঙ্গলবার বিকালের পর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কাঁথগঞ্জ গ্রামে।
অভিযোগ, দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে স্থানীয় শাসকদলের নেতাদের মদতে কাঁথগঞ্জ এলাকায় চার পাঁচ জন ব্যবসায়ী মিলে বিভিন্ন দোকানের আড়ালে চালাচ্ছিল অবৈধ মদের কারবার। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি।
advertisement
advertisement
অবশেষে এলাকার মহিলারা এদিন বাধ্য হয়ে বেআইনি মদের ঠেক ভাঙার অভিযান চালায়। গ্রামের প্রমিলা বাহিনীরা জানিয়েছেন, পাহাড়পুর ও কাঁথগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চা পান বিড়ি, খাওয়ার দোকান এবং স্টেশনারি দোকানের আড়ালে চলত অবৈধ মদের ব্যবসা।
আবার গ্রামেরই কয়েকজন তাঁদের বাড়িতেই চালাত এই অবৈধ মদের করাবার। তারা গ্রামের সুস্থ পরিবেশকে কলুষিত করছে। শুধু তাই নয় এই অবৈধ মদের কারবার সমাজকে কলুষিত করার পাশাপাশি শিক্ষিত যুব সমাজকে নেশাগ্রস্ত করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
advertisement
আরও পড়ুন ঃ গাছ আমাদের পরম বন্ধু, এই ভাবনা জনসাধারণের মধ্যে গড়ে তুলতে বৃক্ষ পরিণয় উৎসব
তাই তারা বেশ কয়েকজন মহিলারা একত্রিত হয়ে রাস্তায় কয়েকশো লিটার দেশি ও বিদেশি মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। আগামীদিনে যদি এই এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ না হয় তাহলে তারা আবারো এই ধরনের ঘটনা ঘটানোর পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন। এই ঘটনাকে কেন্দ্র স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: এ কী করলেন মহিলারা! ভেঙে গুঁড়িয়ে দিলেন অবৈধ মদের ঠেক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement