Weather Update: পূর্ব মেদিনীপুরে পারদ চড়েছে ভালই, তবে কি শীত এবার শেষ? জানুন আবহাওয়ার আপডেট
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
১২ জানুয়ারি আবহাওয়ার বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
#পূর্ব মেদিনীপুর: তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও শীত এখনই ছেড়ে যাচ্ছে না পূর্ব মেদিনীপুর জেলায়। মকর সংক্রান্তি পর্যন্ত শীতের লম্বা ইনিংস পূর্ব মেদিনীপুর জেলায়। দিঘা, কাঁথি, হলদিয়া, এগরা ও তমলুক সর্বত্রই শীতের আমেজ। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ১২ জানুয়ারি বৃহস্পতিবারের আবহাওয়া থাকবে মূলত রৌদ্রজ্জ্বল। দিঘায় সকালের দিকে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দিঘার শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে বড় ২ ডিগ্রি কম। শেষ ২৪ ঘণ্টায় দিঘায় বৃষ্টি হয়নি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ। এদিন অর্থাৎ ১২ জানুয়ারি আবহাওয়ার বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
advertisement
advertisement
আরও পড়ুন: সরস্বতী পুজোয় কেমন সাজবেন? নজরকাড়া টিপস দিচ্ছেন সামান্থা, দেখুন
ভোরের দিকে কুয়াশার আস্তরণে ঢাকা পড়ছে দিঘার সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৩ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
আরও পড়ুন: ঘুম ভাঙতেই উত্থিত লিঙ্গ স্বাস্থ্যের জন্য ভাল না খারাপ? পুরুষরা অবশ্যই জানুন
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। কাঁথি শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তনের কোন ইঙ্গিত নেই। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির আশঙ্কা নেই। ফলে বলা চলে পূর্ব মেদিনীপুর জেলায় এখনই শীত উধাও হচ্ছে না।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 1:44 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Weather Update: পূর্ব মেদিনীপুরে পারদ চড়েছে ভালই, তবে কি শীত এবার শেষ? জানুন আবহাওয়ার আপডেট