East Medinipur News: প্রশাসনের উপর ভরসা নেই, চাঁদা তুলে গ্রামবাসীরাই গুরুত্বপূর্ণ সেতু মেরামত করবেন

Last Updated:

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসুরা পঞ্চায়েত ও পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধর্মা এলাকার মধ্যে সংযোগকারী কাঠের ব্রিজটি ভগ্নপ্রায় অবস্থায় কোনরকমে টিকে আছে। দীর্ঘদিন ধরে এই ব্রিজটি সরানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল দুই পাড়ের মানুষ।

+
title=

পূর্ব মেদিনীপুর: কেউ কথা শোনেনি। তাই চাঁদা তুলে নিজেরাই ব্রিজ তৈরি করছেন গ্রামবাসীরা। পাঁশকুড়ার ঘটনা।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসুরা পঞ্চায়েত ও পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধর্মা এলাকার মধ্যে সংযোগকারী কাঠের ব্রিজটি ভগ্নপ্রায় অবস্থায় কোনরকমে টিকে আছে। দীর্ঘদিন ধরে এই ব্রিজটি সরানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল দুই পাড়ের মানুষ। কিন্তু কোন‌ও কাজ না হ‌ওয়ায় অবশেষে স্থানীয়রাই চাঁদা তুলে এই সেতু মেরামত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই জায়গাটির গুরুত্ব অন্যরকম। এক প্রান্তে পূর্ব মেদিনীপুর অপরপ্রান্তে পশ্চিম মেদিনীপুর। মাঝখান দিয়ে বয়ে গেছে ভরসা খাল। এই খালের উপর‌ই অবস্থিত কাঠের সেতুটি। যা দাসপুর ও পাশকুড়ার মধ্যে সংযোগ রক্ষা করছে। এই ভগ্নপ্রায় সেতু দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। তাছাড়া বাজারে যায় স্থানীয় মানুষজন। চিকিৎসার প্রয়োজনেও দুই জেলার মানুষকে এই সেতু পার হতে হয়। অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে এমন একটি গুরুত্বপূর্ণ কাঠের সেতু বেহাল অবস্থায় পড়ে আছে।
advertisement
advertisement
বর্ষাকালে খালে জল বাড়লে এই সেতুটি ভেঙে যায়। তখন একমাত্র নৌকায় করে পার হওয়া ছাড়া আর কোন‌ও উপায় থাকে না। প্রসঙ্গত, ওই কাঠের সেতু দিয়ে প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষের যাতায়াত করে। সেতুটি সারানোর দাবি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে তদবির করেছেন স্থানীয়রা। এমনকি ব্লক প্রশাসনকে একাধিকবার ডেপুটেশন‌ও দেওয়ার হয়েছে। তবু কোন‌ও লাভ হয়নি। আর তাই প্রশাসনের উপর ভরসা হারিয়ে নিজেরাই সেতু মেরামতে কাজে হাত দিলেন গ্রামবাসীরা।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: প্রশাসনের উপর ভরসা নেই, চাঁদা তুলে গ্রামবাসীরাই গুরুত্বপূর্ণ সেতু মেরামত করবেন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement