East Medinipur News- স্রোতের বিপরীতে জয় তাম্রলিপ্ত পৌরসভার দুই বিজেপি মহিলা প্রার্থীর 

Last Updated:

তাম্রলিপ্ত পৌরসভার ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে জয় লাভ করেন বিজেপির দুই মহিলা প্রার্থী

+
তাম্রলিপ্ত

তাম্রলিপ্ত পৌরসভায় জয়ী দুই মহিলা বিজেপি প্রার্থী

#তমলুক: রাজ্যজুড়ে ১০৮ পৌরসভা নির্বাচনের ফলাফলে জেলায় জেলায় সবুজ আবিরের উচ্ছ্বাস। ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌর নির্বাচনে জয়ী বেশিরভাগই শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তাম্রলিপ্ত পৌরসভা দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাম্রলিপ্ত পৌরসভার ২০ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। একের পর এক ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় লাভের ঘোষণায় উচ্ছ্বাসে ফেটে পড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সবুজ আবিরে অকাল দোল নেমেছে তমলুকে। অন্যদিকে ম্লান বিরোধী শিবির। বিজেপি শিবিরে মেঘের ঘনঘটা। আর সেই মেঘ সরিয়ে এক ফালি সূর্য উঁকি দেয় তমলুকের বিজেপির শিবিরে। বিজেপি কর্মী সমর্থকদের নিরাশ না করে দুটি ওয়ার্ডে জয় ছিনিয়ে আনে বিজেপির দুই জন মহিলা প্রার্থী। তাম্রলিপ্ত পৌরসভার ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে জয় লাভ করেছে বিজেপির দুই মহিলা প্রার্থী। ১৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে বিজেপির হয়ে জয় দাস নায়ক এবং ১৯ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী শবরী চক্রবর্তী ভট্টাচার্য জয়লাভ করেছে। তাম্রলিপ্ত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নিগ্ধা মিশ্রকে ১২০ টি ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী জয় দাস নায়ক। অন্যদিকে তাম্রলিপ্ত পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে শবরী চক্রবর্তী ভট্টাচার্য ১৮৫ টি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোমা দাস ঘোষ কে হারিয়ে বিজয়ী হয়েছেন। তমলুক শহরের বিজেপি নেতৃত্বরা এই দুই মহিলা প্রার্থীর জয়ে আশার আলো দেখছে।
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- স্রোতের বিপরীতে জয় তাম্রলিপ্ত পৌরসভার দুই বিজেপি মহিলা প্রার্থীর 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement