East Medinipur News: লাইনে আটকে যায় ভ্যানের চাকা, দৌড়ে এসে ধাক্কা মারল লোকাল ট্রেন!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রেললাইনে আটকে যায় যন্ত্রচালিত ভ্যানের চাকা, ধাক্কা মারল লোকাল ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু দু'জনের
পূর্ব মেদিনীপুর: মহিষাদল স্টেশন থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী লোকাল ট্রেন। পথে ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটল। লাইনের উপর একটি মেশিন ভ্যান আটকে পড়েছিল। সেইসময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রেন ধাক্কা মারে মেশিন ভ্যানে। দুর্ঘটনায় মৃত্যু হয় দু'জনের।
হলদিয়া-হাওড়া লোকাল ট্রেনটি মঙ্গলবার মহিষাদল রেল স্টেশন ছেড়ে বড়দার দিকে যাচ্ছিল। সেই সময় মহিষাদলের চণ্ডীপুরের কাছে একটি মেশিন ভ্যানের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এই ঘটনায় মেশিন ভ্যানের চালক ও তাঁর সঙ্গীর মৃত্যু হয়েছে। তবে ট্রেনের তলায় মেশিন ভ্যানটি আটকে যাওয়ায় দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চালানো যায়নি। এই ঘটনায় বহু অফিসযাত্রী ক্ষুব্ধ হন। এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর বহু সময় পেরিয়ে গেলেও মৃতদেহ উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। প্রায় ঘণ্টা দু'য়েক বাদে গ্যাস কাটার নিয়ে এসে মেশিন ভ্যানটিকে কেটে সরানো হয়। তারপর ট্রেন চলে।
advertisement
আরও পড়ুন: মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগে ধৃত এক
advertisement
এই ঘটনার জেরে পাঁশকুড়া থেকে হলদিয়া রেল লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। অসুবিধার সম্মুখীন হয় ওই লাইনের বিভিন্ন স্টেশনের যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি মেশিন ভ্যান রেললাইন পারাপার করছিল। সেই সময় হলদিয়াগামী লোকাল ট্রেন এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দাবি জানান, ওই এলাকায় লেভেল ক্রসিং তৈরি করা হোক রেল দফতর থেকে।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 8:17 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: লাইনে আটকে যায় ভ্যানের চাকা, দৌড়ে এসে ধাক্কা মারল লোকাল ট্রেন!