East Medinipur News: অরুনাচলে ঘুমন্ত অবস্থায় বাংলার তিন পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
অরুনাচল প্রদেশে কাঠের কাজ করতে গিয়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ল বাংলার তিন শ্রমিক! কারণ জানলে চমকে উঠবেন...
পূর্ব মেদিনীপুর: ভিন রাজ্যের কাজে গিয়ে ঘুমন্ত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু বাংলার তিন পরিযায়ী শ্রমিকের। সম্ভবত অরুনাচল প্রদেশের ভয়ঙ্কর শীতে রাতে দরজা-জানালা বন্ধ থাকায় ঘরের মধ্যে জলা জ্বলন্ত কাঠের বিষাক্ত ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ওই তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে মৃতদের পরিমাণ এই দাবি মানতে নারাজ।
ঠিকেদারের অধীনে কাঠের কাজ করার জন্য কোলাঘাটের রেণুবাড় গ্রামের শেখ মুজিবর (৩০), সৈয়দ সানি (১৯), শেখ সোহেল (১৮) অরুনাচলের সদ্য দিবাং ভ্যালিতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের দিন তিনেক আগে অস্বাভাবিক মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
সূত্রে খবর, কাজের পর রাতে ঘুমানোর সময় হঠাৎ তিনজনের মৃত্যু হয়েছে, শনিবার ফোন করে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে এমন কথা বলা হয়। রবিবার তাঁরা প্রকৃত ঘটনা জানতে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলেও যারা ফোন করেছিল তাদের মোবাইল সুইচ অফ বলে। মৃত তিন পরিযায়ী শ্রমিকের পরিবার এরপর কোলাঘাট থানায় বিষয়টি জানায়। পুলিশের পক্ষ থেকে খোঁজখবর শুরু হয়েছে। এদিকে ঠিকেদার নুর আলম খাঁনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করে মৃতদের পরিবারের লোকজন।
advertisement
advertisement
অবশেষে ওই তিন যুবকের মৃত্যুর খবরের সত্যতা জানা যায়। অরুনাচল প্রদেশের পুলিশ সূত্রে খবর, বাড়ির মধ্যেই ঘুমনোর সময় অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের। অরুনাচল প্রদেশের দিবাং ভ্যালি এলাকায় প্রচণ্ড শীতের কারনে ঘরের মধ্যেই কাঠ জ্বালিয়ে ঘুমিয়েছিল ওই তিনজন। সেই কাঠের ধোঁয়া থেকেই বিষক্রিয়া হয়। বিষাক্ত কার্বন মনোক্সাইড ঘুমন্ত অবস্থায় তাদের শরীরে প্রবেশ করে তিনজনের মৃত্যু হয় বলে অরুনাচল প্রদেশের পুলিশের দাবি। যদিও মৃতদের পরিবার এই দাবি মানতে নারাজ। তাঁরা এই মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে দ্রুত ফিরে পাওয়ার জন্য রাজ্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 11:55 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: অরুনাচলে ঘুমন্ত অবস্থায় বাংলার তিন পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু