East Medinipur News: হাল ফিরবে তমলুকের রূপনারায়ণ নদীর তীরের, সৌন্দর্যায়নে জোর প্রশাসনের

Last Updated:

আধুনিক এই তমলুক শহরের বয়সও কম নয়। তাম্রলিপ্ত পৌরসভার বয়স দেড়শ বছর পার করেছে কবেই। বয়সের দিক থেকে প্রবীণ হলেও পরিকাঠামোগত দিক থেকে তাম্রলিপ্ত পৌরসভা তমলুক শহর অনেকটাই পিছিয়ে

+
তাম্রলিপ্ত

তাম্রলিপ্ত পৌরসভা

#তমলুক: হাল ফিরবে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ের। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক, জেলার সদর শহরও। প্রাচীনকালের বন্দরনগরী তাম্রলিপ্তের খ্যাতি বিশ্বজোড়া। তাম্রলিপ্ত নগরীর গৌরবময় ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। প্রাচীন তাম্রলিপ্তর কথা বাদ দিলেও, আধুনিক এই তমলুক শহরের বয়সও কম নয়। তাম্রলিপ্ত পৌরসভার বয়স দেড়শ বছর পার করেছে কবেই। বয়সের দিক থেকে প্রবীণ হলেও পরিকাঠামোগত দিক থেকে তাম্রলিপ্ত পৌরসভার তমলুক শহর অনেকটাই পিছিয়ে। শহরে না থাকার তালিকা দীর্ঘ। সেই তালিকায় রয়েছে পার্ক। তমলুক শহরবাসীর বিনোদনের জন্য নেই কোন পার্ক। কয়েক বছর আগে শিশুদের জন্য কয়েকটি ছোট ছোট পার্ক তৈরি হয়েছিল, যেগুলির বর্তমান অবস্থা জরাজীর্ণ। এমনকি হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক অনুমোদনে তৈরি হওয়া বুদ্ধ পার্ক বর্তমানে বেহাল অবস্থা। শিশুদের জন্য ট্রয়ট্রেন, দোলনা সহ খেলাধুলার সমস্ত কিছু ভেঙে পড়েছে। তাই শহরের মানুষজন অবসর কাটাতে বেছে নিয়েছেন রূপনারায়ণ নদের পাড়।
প্রখর গ্রীষ্মে প্যাচপ্যাচে গরমে শহরবাসীর স্বস্তি আনে রূপনারায়ণ নদের উন্মুক্ত বাতাস। তাই তমলুক শহরবাসীর দীর্ঘদিনের দাবি, শহরে একটি পার্ক গড়ে উঠুক। তমলুক শহররাসীর সেই দাবিকে মান্যতা দিতে চলেছে তাম্রলিপ্ত পৌরসভা। পৌরসভার উদ্যোগে সৌন্দর্যায়নে জোর দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত পৌরসভা, রূপনারায়ণ নদের পাড়ে পার্ক করতে উদ্যোগী। প্রাথমিকভাবে রূপনারায়ণের তীরবর্তী এলাকায় জমি খোঁজা শুরু করেছে পৌরসভা। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় জানিয়েছেন, 'শহরের সৌন্দর্যায়নে দেওয়া হয়েছে জোর। শহরবাসীর জন্য রূপনারায়ণ নদের পাড়ে একটি পার্ক তৈরির চিন্তাভাবনা করা হয়েছে। বর্তমানে জমি খোঁজার কাজ শুরু হয়েছে। জমি খুঁজে পেলেই পার্ক তৈরির কাজ শুরু হবে।'
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: হাল ফিরবে তমলুকের রূপনারায়ণ নদীর তীরের, সৌন্দর্যায়নে জোর প্রশাসনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement