East Medinipur News: ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ধৃত ২

Last Updated:

খড়গপুর থেকে একটি কালো রঙের গাড়িতে করে ব্রাউন সুগার উত্তর সোনামুই গ্রামে আসছে। সীমতো প্রস্তুতি নেয় পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৭৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারদর আনুমানিক ৫ লক্ষ টাকা।

+
title=

পূর্ব মেদিনীপুর: ব্রাউন সুগার সহ আটক দুই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। কোলাঘাট-হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজা কাছে একটি চারচাকা গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ির মধ্য থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপরই ওই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে তমলুক থানার পুলিশ।
পূর্ব মেদিনীপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্রাউন সুগার সহ আটক দু'জনের নাম শেখ নুর ইসলাম (৩০) ও শেখ শাকিল উদ্দিন (২২)। ধৃতদের বাড়ি তমলুকের উত্তর সোনামুই গ্রামে। এই বিষয়ে তমলুকের এসডিপিও শাকিব আহমেদ জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, খড়গপুর থেকে একটি কালো রঙের গাড়িতে করে ব্রাউন সুগার উত্তর সোনামুই গ্রামে আসছে। সীমতো প্রস্তুতি নেয় পুলিশ।
advertisement
advertisement
গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৭৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারদর আনুমানিক ৫ লক্ষ টাকা। পুলিশ গাড়িটি আটক করেছে। সঙ্গে থাকা দুই যুবককে মাদক পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এই ব্রাউন সুগার পাচারের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
ঘটনা হল এই এলাকা থেকে এর আগেও মাদক উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের নানান ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার‌ও করে। তবে পরিস্থিতি যে তাতে খুব একটা বদলায়নি তা পরিষ্কার।
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ধৃত ২
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement