Purba Medinipur News: গাদি খেলা কি জানেন! না জেনে থাকলে অবশ্যই জেনে নিন

Last Updated:

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলা বর্তমান সময়ে তুলে ধরতে প্রতিযোগিতা। এই বাংলার নিজস্ব কিছু খেলা ছিল। যা এক সময় পর্যন্ত অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এই খেলাগুলি।

+
title=

#মহিষাদল : হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলা বর্তমান সময়ে তুলে ধরতে প্রতিযোগিতা। এই বাংলার নিজস্ব কিছু খেলা ছিল। যা এক সময় পর্যন্ত অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এই খেলাগুলি। গাদি বউবাসন্তী সহ বিভিন্ন খেলা গ্রাম বাংলার ছেলেমেয়েদের প্রধান খেলাধুলা ছিল। কিন্তু ফুটবল ক্রিকেটের জনপ্রিয়তা বর্তমান সময়ের ছেলে মেয়েরা ভুলতে বসেছে এই খেলা। বর্তমান প্রজন্মের কাছে গ্রাম বাংলার পুরনো খেলা তুলে ধরতে তাম্রলিপ্ত লোক সংস্কৃতি উন্নয়ন সমিতি গাদি খেলার প্রতিযোগিতা আয়োজন করে।
লোকসংস্কৃতিকে ফিরে দেখা -২০২২ মেলা মহিষাদল ব্লকের বাসুলিয়া গণমৈত্রী মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। মেলা ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সমাপ্তি হবে। এদিন সকাল থেকে মেলা প্রাঙ্গণে পুরানো দিনের সেই বউবাসন্তী ও গাদি খেলা দর্শকদের উদ্দীপনার সহিত সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। খেলা দুটি দেখার জন্য দর্শকদের ভিড় মাঠে উপচে পড়ে। সমাজ ব্যবস্থার ক্রমবিকাশের সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গিয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলা। গ্রামের বয়স্করাও এখন ভুলে গিয়েছেন বহু খেলার নাম।
advertisement
একসময় গ্রামের শিশু, কিশোর ও যুবকরা লেখাপড়ার পাশাপাশি কিতকিত, চিনিবিস্কুট, লুকোচুরি, কানামাছি, কাবাডি, গাদি, নুনধাপসার মতো অনেক খেলায় অংশ নিত। আধুনিক সভ্যতায় হারিয়ে যেতে বসেছে সেইসব প্রাচীন খেলা। স্মৃতি থেকেই ফিকে হয়ে যাওয়া গ্রামীন খেলাগুলিকে এখনকার শিশু - কিশোরদের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল তাম্রলিপ্ত লোকসংস্কৃতি উন্নয়ন সমিতি। এদিন আয়োজিত হল গাদি খেলার প্রতিযোগিতা।
advertisement
advertisement
কি এই গাদি খেলাএই খেলায় বেশ কয়েকটি দাগ দিয়ে ঘর করা রয়েছে। একটি ঘর থেকে অন্যটিতে যেতে হয় সবশেষে আবার সেই ঘরে ফিরে আসতে হত। কিন্তু একটি ঘর থেকে অন্য ঘরে যেতে হলে তার প্রতিপক্ষ দ্বারা বাধার সম্মুখীন হতে হয়। সে যদি তাকে নির্দিষ্ট ঘরের মদ্য থেকে ছিয়ে দিতে পারে তাহলে তারা হেরে যায়। এই গাদি খেলা একসময় সকলের কাছে খুবই আকৃষ্ট ও জনপ্রিয় ছিল।
advertisement
আরও পড়ুনঃ পর্যটন মরশুমে জেলার পথ নিরাপত্তায় সচেষ্ট ট্রাফিক বিভাগ
এদিন সেই পুরানো দিনের খেলাটি দেখার জন্য কচিকাঁচা থেকে শুরু করে বড়দের ভিড় ছিল চোখে পড়ার মতো মহিষাদল গণমৈত্রী মাঠে। এখন গ্রাম বাংলা থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এসব খেলাধুলা। গ্রাম-গঞ্জের ঐতিহ্যবাহী এসব খেলা এখন আর তেমন কোথাও চোখে পড়ে না বললেই চলে। নতুন প্রজন্মের কাছে এগুলো এখন শুধুই গল্প!
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: গাদি খেলা কি জানেন! না জেনে থাকলে অবশ্যই জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement