Horrific accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা মৃত এক, আহত বেশ কয়েকজন

Last Updated:

ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িকে দ্রুত গতিতে আরেকটি গাড়ি পেছন থেকে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের, পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন।

+
title=

তমলুক: রাতের অন্ধকারে ১১৬ নম্বর কোলাঘাট-হলদিয়া জাতীয় সড়কে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তমলুক থানার অন্তর্গত নিমতৌড়ি এলাকায় এই দুর্ঘটনাটি  ঘটে। দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত হয়েছে একজন, গুরুতর আহত বেশ কয়েকজন। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িকে দ্রুত গতিতে আরেকটি গাড়ি পেছন থেকে ধাক্কা মারে। ফলে ওই গাড়িটি একটি গ্যাস ট্যাঙ্কারের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মাঝখানে থাকা গাড়িটির চালকের। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ২২ শে জুন বৃহস্পতিবার রাত্রি সাড়ে নটার পর।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পরপর তিনটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের এবং আহত হয় বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর হলদিয়ার দিক থেকে মেচেদার দিকে যাওয়ার পথে নিমতৌড়ি এলাকায় একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা মারে একটি ছোট মালবাহী গাড়িতে।
advertisement
advertisement
এরপর ওই গাড়িটি আবার একটি গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে। ঘটনার জেরে গুরুতর আহত তিনজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মাঝে থাকা গাড়িটিতে গাড়ি চালক আটকে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার ফলে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের মেচেদা গামী রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বেশ কিছু সময় পর পুলিশ সমস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জাতীয় সড়ক রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কে পথ দুর্ঘটনা ঘটছে প্রায়ই। পথ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষজন। দুর্ঘটনায় রাশ টানতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ একাধিক পদক্ষেপ নিয়েছে। তারপরও পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Horrific accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা মৃত এক, আহত বেশ কয়েকজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement