East Medinipur News: দুই জেলার সীমান্তে শুরু হল নতুন হাট, এলাকার অর্থনৈতিক পরিস্থিতি বদলে যেতে পারে

Last Updated:

এলাকার মানুষের চাহিদা মেটাতে দুই মেদিনীপুরের সীমান্তবর্তী এলাকায় পথচলা শুরু হল নতুন এক হাটের

+
পাঁশকুড়া

পাঁশকুড়া থানা।

পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ার রাতুলিয়া এলাকার রাতুলেশ্বরী মন্দিরের সামনে বসল নতুন হাট। এই নতুন হাট থেকে এলাকার সাধারণ মানুষ, সবজি বিক্রেতা ও চাষিরা উপকৃত হবেন। এছাড়া ব্যবসা করার সুযোগ পাবেন ছোট ব্যবসায়ী ও কৃষকরা। ফলে তাঁদের হাতে নগদ অর্থের যোগান বাড়বে। স্বাভাবিকভাবেই তাতে বদলে যাবে এলাকার অর্থনৈতিক পরিস্থিতি।
ভৌগলিকগত কারণে এই রাতুলিয়া দুই মেদিনীপুরের সীমান্তবর্তী এলাকা। একদিকে পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে পূর্ব মেদিনীপুর। ফলে এই হাট থেকে দুই জেলার সীমান্তবর্তী গ্রামের মানুষরা উপকৃত হবে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের।
advertisement
১৪ জানুয়ারি এই হাটের সূচনা হয়। সপ্তাহে দু'দিন করে রাতুলেশ্বরী মন্দিরের সামনে বসবে হাট। প্রতি সপ্তাহের বুধবার ও শনিবার হাট বসবে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার তিনটি গ্রাম পঞ্চায়েত ও পূর্ব মেদিনীপুরের দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষ এইরাতুলেশ্বরী হাটে ভিড় করবেন বলে মনে করা হচ্ছে। এলাকাটি পাঁশকুড়ার মধ্যে হলেও ভৌগলিক অবস্থানগত কারণে এখান থেকে পাঁশকুড়া বাজার অনেকটাই দূর। আবার উল্টোদিকে ডেবরা বাজারও বেশ কিছুটাই দূরে অবস্থিত। ফলে দৈনন্দিন বাজার করতে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। এছাড়াও এলাকার ক্ষুদ্র সবজি চাষিরা সমস্যায় পড়েন ক্ষেতের আনাজ নিয়ে। বাজার দূরে থাকায় অনেক সময় ফসল বিক্রি করা সম্ভব হয়ে উঠত না। এই সব অসুবিধার কথা মাথায় রেখেই মন্দির কমিটি মন্দিরের সামনের জায়গায় নতুন হাট বসাল।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: দুই জেলার সীমান্তে শুরু হল নতুন হাট, এলাকার অর্থনৈতিক পরিস্থিতি বদলে যেতে পারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement