Midnapur News:  পূর্ব মেদিনীপুর জেলায় বর্জ্য প্রক্রিয়াকরণে পথ দেখাচ্ছে মহিষাদল!

Last Updated:

Midnapur News: বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য তুলে দেয়া হয়েছে ই-ক্রাট। প্লাস্টিক বর্জ্যকে বাড়তি গুরুত্ব দিতে আলাদা করে নতুন ইউনিট গড়ে তোলা হচ্ছে।

মহিষাদল ব্লক প্রশাসন
মহিষাদল ব্লক প্রশাসন
মহিষাদল: বর্তমানে দেশ জুড়ে পাশাপাশি গ্রামীণ এলাকায় ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর জোর দেওয়া হয়েছে। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় এই নিয়ে একটি বৈঠকও হয়। ওই বৈঠকের পৌর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকায় প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য পদার্থ পৃথকীকরণ ও পুণঃব্যবহারের জন্য প্রক্রিয়াকরণে জোর দেওয়া হয়েছে। এই প্রকল্প পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের গ্রাম পঞ্চায়েতগুলি বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য তুলে দেয়া হয়েছে ই-ক্রাট। পূর্ব মেদিনীপুর জেলায় ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পথ দেখাচ্ছে মহিষাদল ব্লক।
পঞ্চায়েতের গ্রামীণ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় জেলার মধ্যে মহিষাদল এগিয়ে রয়েছে বলে জানা যায় প্রশাসন সূত্র। গ্রামে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ, জনবহুল বাজার হাট বিভিন্ন এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য সংগ্রহের পর তা প্রসেস করে কাজে লাগানোর ক্ষেত্রে মহিষাদল মডেল হয়ে উঠেছে। এই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট রাজ্য সেরার তকমা পেয়েছে। মহিষাদলের ইটামগরা – ২, গড়কমলপুর পঞ্চায়েতের এসডব্লুএম মডেল অনুসরণ করছে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত।
advertisement
আরও পড়ুন: 
advertisement
গ্রামীণ এলাকায় প্লাস্টিক দূষণ ঠেকাতে এবার নয়া পদক্ষেপ নিয়েছে মহিষাদল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে গড়কমলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০ ডেসিমল জমিতে নতুন ইউনিট গড়ার প্রদক্ষেপ গ্রহণ করল ব্লক প্রশাসন। পুজোর পরই জেলার মডেল প্রজেক্ট’ হিসেবে ৩২ লক্ষ টাকার এই প্রকল্পের কাজ শুরু হবে। মহিষাদল ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ইউনিট তৈরি হয়েছে। বাকিগুলোতে দ্রুত এই ইউনিট গড়ার কাজ শুরু হবে।
advertisement
এ বিষয়ে মহিষাদলের বিডিও যোগেশচন্দ্র মণ্ডল বলেন, গ্রামীণ এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ধীরে ধীরে পঞ্চায়েতগুলি অভ্যস্ত হয়ে উঠছে। ১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টিতে এসডব্লুএম ইউনিট তৈরি হয়েছে। প্রতিটি এসডব্লুএম গড়তে ৩০ লক্ষ টাকা করে খরচ হয়েছে। জমি জটিলতার কারণে দু’টি পঞ্চায়েতে এখনও ইউনিট তৈরি হয়নি। এখানে মূলত পচনশীল ও প্লাস্টিকের মতো অপচনশীল বর্জ্য সংগ্রহ করার পর তা প্রসেস করা হয়। প্লাস্টিক বর্জ্যকে বাড়তি গুরুত্ব দিতে আলাদা করে নতুন ইউনিট গড়ে তোলা হচ্ছে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapur News:  পূর্ব মেদিনীপুর জেলায় বর্জ্য প্রক্রিয়াকরণে পথ দেখাচ্ছে মহিষাদল!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement