Purba Medinipur News: তমলুকের বাতাসে এখন যাদু যাদু গন্ধ, হাতের কৌশলে সম্মহিত দর্শককুল
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
ম্যাজিক শো বাংলার একটি প্রাচীন বিনোদনের মাধ্যম। তমলুক শহরে সেই পুরনো দিনের ম্যাজিক শো এর আসর বসেছে।
তমলুক: হারানো দিনের ম্যাজিক শো এর আসর বসেছে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে। প্রথম দিনই ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে আপ্লুত দর্শকেরা। ম্যাজিক মানেই আমাদের মনে ভেসে আসে মায়ার ইন্দ্রজাল। এই ইন্দ্রজালে দর্শকদের সম্মোহিত করে একের পর এক ম্যাজিকের খেলা দেখিয়ে চলেন ম্যাজিশিয়ান। ম্যাজিক কোনো মন্ত্র তন্ত্র বিদ্যা নয়, সবটাই হাতের কৌশল। ম্যাজিক শো বাংলার একটি প্রাচীন বিনোদনের মাধ্যম। এই বাংলা থেকে বিখ্যাত জাদুকরের তাদের ম্যাজিক দেখিয়ে শুধু গোটা ভারত নয় বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। কিন্তু বর্তমানে কোথাও গিয়ে এই ম্যাজিক শো এর কদর কমছে।
পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের সুবর্ণ জয়ন্তী হলে শুরু হয়েছে জাদুকর পিকে সম্রাট এর ম্যাজিক শো। এই ম্যাজিক শো চলবে আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ম্যাজিক শো। বিভিন্ন মূল্যের টিকিট রয়েছে। হলেই টিকিট পাওয়া যাবে।
আরও পড়ুনঃ চলছিল নাবালিকার বিয়ের তদন্ত, বেরিয়ে এল ‘কেঁচো খুঁড়তে কেউটে’
শুক্রবার সন্ধ্যায় প্রথম দিনের ম্যাজিক শোতে জাদুকর সম্রাট ও তার সহযোগী মিলে একের পর এক ম্যাজিকের খেলা প্রদর্শন করেন দর্শকদের সামনে। কখনো দড়ি বাধা অবস্থায় বাক্স থেকে বেরিয়ে আসা, কখনো শূন্যে মানুষকে ভাসিয়ে রাখা। আবার কখনো মঞ্চে টাকার বৃষ্টি ঘটানোসহ একাধিক ম্যাজিকের খেলা প্রদর্শন করেন জাদুকর।
advertisement
advertisement
আর প্রথম দিনের ম্যাজিক শো দেখে আপ্লুত পূর্ব মেদিনীপুরের তমলুকের দর্শকেরা। এরকমই এক দর্শক সুস্মিতা দে জানান, ‘ম্যাজিক শো কোন তন্ত্র মন্ত্র বিদ্যা নয়। পুরোটাই যাদুকরের হাতের কৌশল আর কিছুটা বিজ্ঞান। বর্তমান মোবাইল ইন্টারনেট জমানায় অনেকটাই হারিয়ে যাচ্ছে এই ম্যাজিক শো।
আরও পড়ুনঃ বয়স ৯১ তাতে কী হয়েছে! এই বয়সেও গ্রামের মানুষদের পাশে গৌরি দেবী
বাংলার এই প্রাচীন বিনোদনের মাধ্যম থেকে বঞ্চিত হচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। তমলুক শহরে সেই পুরনো দিনের ম্যাজিক শো এর আসর বসেছে। ম্যাজিক শো দেখতে এসে পুরনো দিনগুলোকে ফিরে পেলাম।’
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 3:19 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: তমলুকের বাতাসে এখন যাদু যাদু গন্ধ, হাতের কৌশলে সম্মহিত দর্শককুল