Love Affair: রুদ্রমূর্তি বউয়ের! বিয়ে করেও স্ত্রীর অধিকার দিচ্ছে না স্বামী, অধিকার আদায়ে ধর্ণা স্ত্রী'র
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Love Affair: রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। শুধু তাই নয় রেজিস্ট্রির পর রীতিমত মন্দিরে গিয়ে শাস্ত্রমতে মন্ত্র পাঠ করে বিয়ে হয়েছে। কিন্তু তারপরও স্ত্রীর মর্যাদা দিতে নারাজ স্বামী ও স্বামীর পরিবার!
পাঁশকুড়া: রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। শুধু তাই নয় রেজিস্ট্রির পর রীতিমত মন্দিরে গিয়ে শাস্ত্রমতে মন্ত্র পাঠ করে বিয়ে হয়েছে। কিন্তু তারপরও স্ত্রীর মর্যাদা দিতে নারাজ স্বামী ও স্বামীর পরিবার! স্ত্রীর মর্যাদার দাবিতে রাতভর শ্বশুর বাড়িতে এসে ধর্ণায় বসল এক মহিলা। আর এই ঘটনা এই চাঞ্চল্য ছড়াল পাঁশকুড়ায়। ঐ মহিলা ও তার মা রাতভর শ্বশুরবাড়ির সামনে স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্ণায় বসে আছে। অন্যদিকে জানা যায় শ্বশুরবাড়িতে কেউ নেই। বাড়িতে তালা চাবি মেরে ওই মহিলার স্বামী, শ্বশুর উধাও। অভিযোগ ওই মহিলার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা নিয়েছে তার স্বামী ও শ্বশুর। তারপরও তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার সরশত্যা গ্রামের বাসিন্দা স্বর্ণাভ সামন্ত। বাবা অজিত সামন্ত। এই স্বর্ণাভর সঙ্গে ২০২৩ সালে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় পাঁশকুড়ার সুড়ারপুল গ্রামের সুস্মিতা মাজীর। জানা যায় শুধু রেজিস্ট্রি বিয়ে নয়, এরপর রীতিমত মন্দিরে গিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শাস্ত্র মতে বিয়ে হয় তাদের। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু বর্তমানে স্বামী স্বর্ণাভ সামন্ত ও শ্বশুর অজিত সামন্ত আর গুরুত্ব দিচ্ছে না। স্ত্রীর মর্যাদাও দিচ্ছে না। স্ত্রী মর্যাদা আর অধিকার পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসেছেন সুস্মিতা সামন্ত যা নিয়ে এলাকায় চঞ্চল্য ছড়িয়েছে। তবে স্বর্ণাভ সামন্ত বাড়িতে আর অজিত সামন্ত বাড়িতে নেই বলে পরিবারের দাবি।
advertisement
আরও পড়ুন: New Rules From December 01 2025: LPG থেকে ITR, পেনশন থেকে জীবনপ্রমাণ, ১ ডিসেম্বর থেকে বড়সড় পরিবর্তন আসছে
ধর্ণায় বসা আর সুস্মিতার দাবি, ‘২০২৩ সালের আগস্ট মাসে মুম্বাইয়ে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়। এরপর মুম্বাইয়ের একটি মন্দিরে রীতিমত শাস্ত্র মেনে বিয়ে হয়। বিয়ের আগে থেকে তাঁর বাবা স্বর্ণাভ সামন্তের ডাক্তারি পড়ার জন্য প্রায় দফায় দফায় ১৬ লক্ষ টাকা দেয়। কিন্তু বর্তমান সময়ে সেই বিয়ের স্বীকৃতি দিতে নারাজ স্বামী ও শ্বশুর। তাই স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসেছি।’ অজিত সামন্ত ফোনে জানিয়েছেন ওই মহিলা আরও দুটি ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে তার প্রমান পত্র আছে তাঁদের কাছে। আর রেজিস্ট্রি ম্যারেজ আর ছবি সব ভুয়া। তবে টাকা দেওয়ার কথা দাবি করছে ওটা তারা ঐ পরিবারের কাছ থেকে লোন হিসাবে নিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: Gold Silver Platinum Price Today: এক ক্লিকে তিন মূল্যবান ধাতুর নতুন দাম! মঙ্গলবারের সোনা, রুপো, প্ল্যাটিনামের টাটকা বাজার দর
সোমবার সন্ধ্যার পর স্বামীর অধিকার দাবিতে সুস্মিতা শ্বশুরবাড়ির সামনে রাতভর ধর্ণায় বসে। সঙ্গে থাকে সুস্মিতার মা। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ এলেও ধর্ণা থেকে উঠতে নারাজ সুস্মিতা। প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডাক্তারি ছেলের পড়ার খরচ নেন অজিত সামন্ত।
advertisement
সাক্ষীদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ তারপর শাস্ত্রমতে বিয়ে হয় স্বর্নাভ ও সুস্মিতার। কিন্তু তারপরও ছেলে স্ত্রী হিসাবে সুস্মিতাকে স্বীকৃতি দিতে নারাজ। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়া এলাকায়।
view commentsLocation :
Panskura,Purba Medinipur,West Bengal
First Published :
November 25, 2025 12:51 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Love Affair: রুদ্রমূর্তি বউয়ের! বিয়ে করেও স্ত্রীর অধিকার দিচ্ছে না স্বামী, অধিকার আদায়ে ধর্ণা স্ত্রী'র
