#কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত, দেনান গ্রাম পঞ্চায়েত এলাকায় রূপনারায়ণ পাড় বরাবর রাস্তায় সম্প্রতি ফাটল দেখা দিয়েছে। রূপনারায়ণ নদের পাড়ে এভাবে ফাটল দেখা যাওয়ায় শঙ্কায় এলকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানায়, সম্প্রতি দেনানের একটি সরকারি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখার সামনে থেকে প্রায় ১০০ মিটার রাস্তায় বড় ফাটল লক্ষ্য করা গেছে। দিন দিন ফাটলের আকার বাড়ছে। যে কোনো মুহুর্তে ধ্বসের কবলে পড়তে পারে এলাকা। নদী পাড় বরাবর এই রাস্তা দিয়ে বহু মানুষজন কোলাঘাট স্টেশনে যাতায়াত করে। কিন্তু প্রশাসন উদাসীন। নদী পাড় বরাবর রাস্তায় ফাটলের বিষয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান, "রূপনারায়ণ নদের পাড়ে শুধু দেনান নয়, বিভিন্ন এলাকায় সম্প্রতি ফাটল লক্ষ্য করা গেছে। এবিষয়ে সেচ দফতরকে জানানো হয়েছে। ব্লক প্রশাসন বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Kolaghat, Rupnarayan river