#কোলাঘাট: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট দেনান বাজারে রূপনারায়ণ নদীর পাড়ে দেখা দিয়েছে বিশাল ফাটল। রাস্তার উপর বিপজ্জনক ভাবে ধ্বস নেমেছে। যার ফলে রীতি মতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মানুষ জনদের সতর্ক করা হচ্ছে। ঘটনা স্থলে পুলিশ প্রশাসন পৌঁছে এলাকায় সতর্ক বার্তা দিচ্ছে। তবে এই ধ্বসের কারণে বেশ কিছু দোকান ঘর ক্ষয় ক্ষতির আশঙ্কা করছে এলাকার মানুষ। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আনা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে নদীর তীরবর্তী এলাকার মানুষজন অন্যত্র আশ্রয় নেওয়ার কথা ভাবছেন, কারণ যেকোন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, "সবাইকে সতর্ক করা হয়েছে। যাতে খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হয় তার আমরা ব্যবস্থা করছি।" অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী গোটা এলাকা পরিদর্শন করে বলে জানা যায়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথাবার্তা বলেন বিধায়ক। যদিও এই সম্বন্ধে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, "দফতরকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি ওই এলাকায় কাজ শুরু হবে এবং আমি পরিদর্শনে যাচ্ছি।" তবে যান চলাচল বন্ধ নিয়ে তিনি বলেন, যান চলাচল চললে আরো বিপদ হতে পারে, তার জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Kolaghat, Rupnarayan river