East Medinipur News- কোলাঘাটে রূপনারায়ণ নদের পাড়ে রাস্তায় বিশাল ফাটল, বেশ কিছু জায়গায় নেমেছে ধ্বস

Last Updated:

আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে

+
Kolaghat

Kolaghat police station

#কোলাঘাট: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট দেনান বাজারে রূপনারায়ণ নদীর পাড়ে দেখা দিয়েছে বিশাল ফাটল। রাস্তার উপর বিপজ্জনক ভাবে ধ্বস নেমেছে। যার ফলে রীতি মতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মানুষ জনদের সতর্ক করা হচ্ছে। ঘটনা স্থলে পুলিশ প্রশাসন পৌঁছে এলাকায় সতর্ক বার্তা দিচ্ছে। তবে এই ধ্বসের কারণে বেশ কিছু দোকান ঘর ক্ষয় ক্ষতির আশঙ্কা করছে এলাকার মানুষ। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আনা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে নদীর তীরবর্তী এলাকার মানুষজন অন্যত্র আশ্রয় নেওয়ার কথা ভাবছেন, কারণ যেকোন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, "সবাইকে সতর্ক করা হয়েছে। যাতে খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হয় তার আমরা ব্যবস্থা করছি।" অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী গোটা এলাকা পরিদর্শন করে বলে জানা যায়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথাবার্তা বলেন বিধায়ক। যদিও এই সম্বন্ধে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, "দফতরকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি ওই এলাকায় কাজ শুরু হবে এবং আমি পরিদর্শনে যাচ্ছি।"  তবে যান চলাচল বন্ধ নিয়ে তিনি বলেন, যান চলাচল চললে আরো বিপদ হতে পারে, তার জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- কোলাঘাটে রূপনারায়ণ নদের পাড়ে রাস্তায় বিশাল ফাটল, বেশ কিছু জায়গায় নেমেছে ধ্বস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement